বুধবার, সেপ্টেম্বর 11, 2024
বুধবার, সেপ্টেম্বর 11, 2024

HomeFact CheckFact check: সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ কি পুলিশকে নিয়ে মন্তব্য করেছেন? জানুন বিস্তারিত 

Fact check: সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ কি পুলিশকে নিয়ে মন্তব্য করেছেন? জানুন বিস্তারিত 

Claim-সেনাপ্রধান পুলিশকে নিয়ে মন্তব্য করেছেন
Fact-ভিডিওতে থাকা মন্তব্যটি সেনাপ্রধানের নয়, বরং লেবার পার্টির নেতা ডা. ইরান-এর। 

সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ একটি ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে, পুলিশের কাছে সমাবেশের জন্য অনুমতি চাইতে হবে কেন, পুলিশ কে?…’। ভিডিওটি থেকে প্রতীয়মান হয় যে সেনাপ্রধান উক্ত মন্তব্য করছেন এবং পোস্টটির কমেন্ট সেকশনে সেনাপ্রধানকে সমর্থন ও ধন্যবাদ জানিয়ে কমেন্ট করতে দেখা যায়। ভিডিওটি দেখুন এখানে- টিকটক। ভিডিওর অডিওতে শোনা যায়, ‘সমাবেশের জন্য কেন পুলিশের কাছে অনুমতি চাইতে হবে? পুলিশ কে? পুলিশ কি বাংলাদেশের মালিক? এই ভু-খন্ডের মালিক কি পুলিশ না জনগণ? এটা কি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ না গণ পুলিশ বাংলাদেশ? এটা কি পুলিশি রাষ্ট্র?এখানে কেন পুলিশের কাছে অনুমতি চাইতে হবে? পুলিশ শুধু আমাকে নিরাপত্তা…’। ভিডিওটির স্ক্রিনশট দেখুন এখানে- 

ভাইরাল ভিডিওর স্ক্রিনশট
কার্টেসিঃ টিকটক

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে আমরা অডিও এর মুল উৎস খুজতে গিয়ে চেঞ্জ টিভি নামক একটি ইউটিউব চ্যানেলে উলত অডিও সম্বলিত একটি ভিডিও খুজে পাই। ভিডিওটি ৩ মাস আগে ‘ডিবি পুলিশ প্রধানকে অবাক প্রশ্ন করলেন ডা.ইরান’ শিরোনামে উক্ত চ্যানেলে আপলোড করা হয়। ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, চেঞ্জটিভির সাংবাদিক বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান ইরানের সাথে একটি সাক্ষাতকার করছিলেন। ডা. ইরান কথা প্রসঙ্গে ডিএমপি’র জামায়াতকে সমাবেশ করতে অনুমতি না দেয়ার ব্যপারটি আলোচনায় আনেন। ভিডিওটির ২ঃ১৯-২ঃ৪১ মিনিট সময়ের মধ্যে উক্ত মন্তব্যটি করেন। 

চেঞ্জ টিভি ইউটিউব চ্যানেলে মুল অডিওর ভিডিও প্রতিবেদন
কার্টেসিঃ ইউটিউব/changeTv

ভিডিওটির মুল উৎস খুজতে গিয়ে রিভার্স ইমেজ সার্চ করে আমরা ২ বছর আগে নিউজ২৪ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ’ শিরোনামে একটি ভিডিও খুজে পাই। ভিডিওতে সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীর টহল পরিদর্শন করতে এসে এক পর্যায়ে এলাকার প্রশাসনের সাথে সাক্ষাত (০০ঃ২৭-০০ঃ৩৯ মিনিট)করেন। সেখানে তাকে মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়। 

টিকটকের ভিডিওর মুল উৎস যেখানে শফিউদ্দিন আহমেদ মাস্ক পরিহিত অবস্থায় টহল পরিদর্শন করছেন
কার্টেসিঃ ইউটিউব/ নিউজ১ টিভি
ভাইরাল ভিডিও ফ্রেমের সাথে মুল ভিডিওর সাদৃশ্যপূর্ণ ফ্রেম
কার্টেসিঃ ইউটিউব/নিউজ২৪

টহল পরিদর্শনের আরো কিছু ভিডিও দেখুন এখানে- নিউজ১ টিভি, যমুনা টিভিএটিএন নিউজ। 

Conclusion

সুতরাং, ভাইরাল ভিডিওতে থাকা সেনাবাহিনীর প্রধান শফিউদ্দিন আহমেদ এর পুলিশকে নিয়ে মন্তব্য করার অডিওটি মিথ্যা ও বিকৃত। 

Result: Altered Video

Our Sources:
Main video-নিউজ১ টিভি, যমুনা টিভিএটিএন নিউজ
Main Audio- ‘ডিবি পুলিশ প্রধানকে অবাক প্রশ্ন করলেন ডা.ইরান


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular