সোমবার, সেপ্টেম্বর 16, 2024
সোমবার, সেপ্টেম্বর 16, 2024

HomeFact CheckFact check: আওয়ামী লীগের ভোট জালিয়াতির দাবিতে অসম্পর্কিত, পুরোনো ভিডিও ভাইরাল 

Fact check: আওয়ামী লীগের ভোট জালিয়াতির দাবিতে অসম্পর্কিত, পুরোনো ভিডিও ভাইরাল 

Claim-আওয়ামী লীগের ভোট জালিয়াতির যোগ্যতা প্রমাণ
Fact-মুলত ভিডিওটি  এক ব্যক্তির দ্রুত স্ট্যাম্পিং অসম্পর্কিত, পুরোনো ভিডিও ।

‘আওয়ামী লীগের ভোট চুরির যোগ্যতা’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে এক ব্যক্তিকে দ্রুতগতিতে দাপ্তরিক কাগজে স্ট্যাম্পিং করতে দেখা যাচ্ছে। ভিডিওটি দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটক, টিকটক, টিকটক, টিকটক টিকটক। 

আওয়ামী লীগের ভোট জালিয়াতি দাবিতে ভাইরাল ভিডিও
কার্টেসিঃ টিকটক/ইউজার
আওয়ামী লীগের ভোট জালিয়াতি দাবিতে ভাইরাল ভিডিও
কার্টেসিঃ টিকটক/ইউজার
আওয়ামী লীগের ভোট জালিয়াতি দাবিতে ভাইরাল ভিডিও
কার্টেসিঃ টিকটক/ইউজার
আওয়ামী লীগের ভোট জালিয়াতি দাবিতে ভাইরাল ভিডিও
কার্টেসিঃ টিকটক/ইউজার
আওয়ামী লীগের ভোট জালিয়াতি দাবিতে ভাইরাল ভিডিও
কার্টেসিঃ টিকটক/ইউজার

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

ভিডিও কি-ফ্রেম সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে ইন্টারনেটে তথা ইউটিউব ও রেডিটে উক্ত ভিডিওটি খুজে পাই। ভিডিওগুলো দেখুন এখানে- ইউটিউব, ইউটিউবরেডিট। খুজে পাওয়া ভিডিওগুলোর মধ্যে ইউটিউবে সর্বপ্রথম ২০১৭ সালের মে মাসে আপলোড করা একটি ভিডিও পাওয়া যায় এবং একই ভিডিও রেডিট-এ ২০২০ সালে আপলোড করা একটি আইডি পাওয়া যায়। উক্ত ভিডিও সম্বলিত একটি ভিডিওর শিরোনামে লিখা আছে, ‘Indian Fast Worker is The Stamp Champ’ যা থেকে ধারণা করা যায় লোকটি ভারতীয়। অপরদিকে ভিডিওগুলোর কমেন্ট বক্সে ব্যবহারকারীরা ব্যক্তিটিকে পাকিস্তানি বলেও চিহ্নিত করছে। তবে লোকটির অবস্থান সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও, ভিডিওটি যেহেতু ৬ বছর যাবত ইন্টারনেটে রয়েছে তথা আওয়ামী লীগের সম্প্রতি ভোট জালিয়াতির সাথে এর কোন সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত ।

উল্লেখ্য, ৫ই নভেম্বর(রবিবার) লক্ষ্মীপুর-৩ আসনে উপ নির্বাচনের সময়কালে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে একজন ব্যক্তিকে আওয়ামি লীগ সমর্থিত প্রার্থির সপক্ষে নৌকার ব্যলটে ৫৩ সেকেন্ডে ৪৭টি ব্যলট পেপার সিল মারার দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়। প্রতিবেদন দেখুন এখানে। টিকটকে ভাইরাল ভিডিওগুলো পর্যালোচনা করলে দেখা যায় ভিডিওগুলো লক্ষ্মীপুর-৩ এর উপ-নির্বাচনের উক্ত ঘটনার পরপরই আপলোড করা হয়। 

Conclusion

সুতরাং, আওয়ামী লীগের ভোট জালিয়াতি দাবিতে ভাইরাল হওয়া ভিডিওটি ৬ বছর পুরনো। 

Result: False 

Our sources
ইউটিউব, ইউটিউবরেডিট।


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular