Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি, কুমিল্লায় বর্তমান এনসিপি নেতা সাবেক শিবির ক্যাডার মুন্নার বাসা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করলো সেনাবাহিনী এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
বিষয়টির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, ভিডিওটিতে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম নিউজ২৪-এর লোগো দৃশ্যমান। লোগোর সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে নিউজ২৪-এর ইউটিউব চ্যানেলে গত ১৫ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সম্পূর্ণ মিল লক্ষ্য করা যায়।
উক্ত সূত্র অনুসরণ করে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে সার্চ করার মাধ্যমে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওয়েবসাইটে গত ১৫ এপ্রিল প্রকাশিত “কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার” শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৪ এপ্রিল দিবাগত রাত তিনটার দিকে জেলার সদর উপজেলার আড়াইওরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মুন্নার বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এছাড়া, গত ১৭ এপ্রিল দৈনিক জনকণ্ঠ র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসানের উদ্ধৃতি দিয়ে জানায় যে, ওমর ফারুক মুন্না আওয়ামী লীগের নেতা। অর্থাৎ, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা নন।
সুতরাং, কুমিল্লার আওয়ামী লীগের নেতা ওমর ফারুক মুন্নার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ভিডিওকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মুন্নার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
Our Sources
News 24
BSS News
Janakantha
Rifat Mahmdul
May 24, 2025
Rifat Mahmdul
April 22, 2025
Rifat Mahmdul
February 18, 2025