Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আওয়ামী লীগ-বিএনপির ব্যপক মারামারি দাবিতে, একটি ভিডিও প্রচার করা হয়।
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন, এখানে এবং এখানে।
ভাইরাল ভিডিও থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গণমাধ্যম প্রতিদিনের বাংলাদেশ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২ মে ‘ওয়াশিংটনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, উভয়পক্ষের ১২ জন আহত’ শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওর অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২ মে প্রকাশিত ‘ওয়াশিংটনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে মারামারি’ শিরোনামের একটি ভিডিও প্রতিবেদন শনাক্ত করা হয়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ভিডিও ফুটেজের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।
ভিডিওটির বিবরণ থেকে জানা যায় যে, ২০২৩ সালের ১ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্বব্যাংক কার্যালয়ের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং মারামারির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্কিন পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
সেদিন বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছরপূর্তি উপলক্ষে বিশ্বব্যাংক কার্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। একই সময়ে কার্যালয়ের বাইরে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। অপরদিকে, একই স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তৎকালীন প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সমাবেশ আয়োজন করেন।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, এতে দুই দলের বেশ কয়েকজন আহত হন। পরে ওয়াশিংটন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে।
অর্থাৎ, আলোচিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়৷
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দল গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান। তাদের এই আগমনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস এ সময় দুই পক্ষের পক্ষে-বিপক্ষে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে।
সুতরাং, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক কার্যালয়ের সামনে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ভিডিওকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
Our Sources
Pratidiner Bangladesh
Jamuna TV
BBC Bangla
Rifat Mahmdul
September 24, 2025
Sayeed Joy
September 18, 2025
Sayeed Joy
September 9, 2025