সোমবার, নভেম্বর 4, 2024
সোমবার, নভেম্বর 4, 2024

HomeFact CheckFact check: মাশরাফি এমসিসি’র আজীবন সদস্যপদ পাওয়া  প্রথম বাংলাদেশি  নাগরিক নন

Fact check: মাশরাফি এমসিসি’র আজীবন সদস্যপদ পাওয়া  প্রথম বাংলাদেশি  নাগরিক নন

Claim- মাশরাফিএমসিসি’র আজীবন সদস্যপদ পাওয়া প্রথম বাংলাদেশি।
Fact- মাশরাফি এমসিসি’র আজীবন সদস্য পদ পাওয়া প্রথম বাংলাদেশি নন তবে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনিই প্রথম। 

‘মাশরাফি বিন মর্তুজা প্রথম বাংলাদেশি হিসেবে এমসিসি’র আজীবন সদস্যপদ লাভ করেন’-দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কিছু জায়াগায় একটি পোস্ট ছড়িয়ে পড়ে। দেখুন এখানে- ফেসবুক, ফেসবুক, টিকটক, টিকটক। 

স্ক্রিনশট দেখুন এখানে- 

নিউজচেকার-বাংলাদেশ দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে ছড়িয়ে পড়া দাবিটির সত্যতা যাচাই করে দেখা যায় মাশরাফি বিন মর্তুজা এমসিসি’র আজীবন সদস্যপদ পাওয়া প্রথম বাংলাদেশি নন। এর আগেও একজন জন বাংলাদেশি এমসিসি’র আজীবন সদস্যপদ লাভ করেন। দেখুন এখানে

এর আগে ২০০৩ সালে আজীবন সদস্য পদ লাভ করার গৌরব অর্জন করেন সাবের হোসেন চৌধুরি। তবে তিনি কোন ক্রিকেটার হিসেবে এই পদ লাভ করেননি বরং একজন সংগঠক হিসেবে আজীবন সদস্য পদ পান। তবে একজন ক্রিকেটার হিসেবে  মাশরাফি বিন মর্তুজা-ইএই সম্মান লাভ করা প্রথম বাংলাদেশি। 

MCC বা Marylebone Cricket Club ইংল্যান্ড এর লর্ডস  ভিত্তিক ক্রিকেটের একটি ঐতিহ্যবাহী ক্লাব যা ক্রিকেটের আইন প্রণেতাকারী ক্লাব হিসেবেও পরিচিত। এমসিসি মাঝে মাঝে বিশ্বজুড়ে উল্লেখযোগ্য ক্রিকেটার ও ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারিদেরকে তাদের ক্লাবের আজীবন সদস্য পদ দিয়ে থাকেন। গত ৫ই এপ্রিল এমসিসি তাদের নতুন আজীবন সদস্য পদ এর তালিকা ঘোষণা করে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়। দেখুন এমসিসি’র ওয়েবসাইট-এ। বিজ্ঞপ্তিতে বলা হয়-MCC awards Honorary Life Membership of the Club to some of the world’s finest cricketers and can today reveal the names of the latest men and women to have been bestowed with this privilege

তালিকায় বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজারও নাম উঠে আসে। মাশরাফি সহ নতুন এই তালিকায় আজীবন সদস্য পদ পান আরও ১৯ জন যার মাঝে আছে এম এস ধোনি ও ডেল স্টেইনদের মত তারকারা। 

এছাড়াও এমসিসি’র এই সম্মাননা পাওয়ার অর্জন আরেকজন বাংলাদেশি রাইসুদ্দিন আহমেদ এর কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করলেও এমসিসি’র অফিসিয়াল ওয়েবসাইট এ এই সংক্রান্ত কোন তথ্য খুজে পাওয়া যায় নি।


Conclusion

সুতরাং, প্রথম বাংলাদেশি নন তবে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমসিসি’র আজীবন সদস্য পদ লাভ করেন সাবেক ক্যাপ্টেন ‘মাশরাফি বিন মর্তুজা’

Result: Partly False

Our Sources:
MCC বা Marylebone Cricket Club
এমসিসি’র ওয়েবসাইট
আজীবন সদস্য পদ লাভ / Honorary Life Membership

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular