বুধবার, অক্টোবর 16, 2024
বুধবার, অক্টোবর 16, 2024

HomeFact CheckReligionFact check: জামায়েতের বিক্ষোভ মিছিলের ভাইরাল ভিডিওটি পুরোনো

Fact check: জামায়েতের বিক্ষোভ মিছিলের ভাইরাল ভিডিওটি পুরোনো

Claim- জামায়েতের বিক্ষোভ মিছিল হয় রাজধানিতে- এই মাত্র পাওয়া খবর
Fact- জামায়েত্ ইসলামের বিক্ষোভ মিছিলের ভিডিওটি গত বছরের জুলাইয়ের

জামায়েতের রাজধানীতে বিক্ষোভ মিছিলএই মাত্র পাওয়া ’ শিরোনামে টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। টিকটকের পোস্টটি দেখুন- এখানে। 

পোস্টটির একটি স্ক্রিনশট দেখুন- 

নিউজচেকার-বাংলাদেশ, দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact check/ Verification 

গুগল কি-ওয়ার্ড ও ভিডিও কি-ফ্রেম সার্চ এর সাহায্যে নিউজচেকার-বাংলাদেশ পোস্টটি যাচাই করে দেখেছে যে উক্ত দাবিতে ছড়ানো জামায়েত ইসলামের বিক্ষোভ মিছিলের ভিডিওটি গত বছরের। এটি মূলত সকল স্তরে ধর্মীয় জ্ঞান  বাধ্যতামূলক ও সকল আলেমদের মুক্তির দাবিতে জামায়েত ইসলামের করা বিক্ষোভ মিছিলের একটি ভিডিও। আমরা ইউটিউবে পোস্টের মূল ভিডিওটি খুজে পাই। দেখুন- এখানে, এখানে এখানে। 

টিকটক ভিডিও ও মূল ভিডিওগুলো তুলনামূলক বিশ্লেষণ করলে একই ব্যানার লেখা ও সম্মুখে থাকা ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ইউটিউবের এই ভিডিওগুলো ৯ মাস আগে আপ্লোড করা হয়েছে বলে লক্ষ্য করা যায়। 

এই সংক্রান্ত একই ছবি সংবলিত জাতীয় দৈনিকের কিছু প্রতিবেদন দেখুন- এখানে, এখানেএখানে

        

এই প্রতিবেদন গুলো জুলাই ৫, ২০২২ সালে প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী গত বছর নতুন শিক্ষাব্যবস্থা অনুযায়ী ধর্মীয় শিক্ষাকে শিথিল করে দেশের মানুষকে ধর্মবিমুখ করার অপচেষ্টার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে থাকে জামায়েত ইসলামী। 

Conclusion

জামায়েত ইসলামের বিক্ষোভ মিছিলের ভিডিওটি সাম্প্রতিক নয়। 

Result: Missing Context

Our Sources:
নয়াদিগন্ত, মানবজমিন, দেশটিভি
ইউটিউব ভিডিওসমূহ- এখানে, এখানে এখানে


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular