বুধবার, সেপ্টেম্বর 11, 2024
বুধবার, সেপ্টেম্বর 11, 2024

HomeFact Checkএটি মরক্কোর কূপে পড়ে মারা যাওয়া রায়ানের ছবি নয়

এটি মরক্কোর কূপে পড়ে মারা যাওয়া রায়ানের ছবি নয়

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি মরক্কোর কূপে পড়ে গিয়ে মারা যাওয়া শিশু রায়ানের মৃত্যুর সংবাদের সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি শিশুর ছবি জুড়ে দিয়ে ভাইরাল করা হচ্ছে।  নিউজচেকার যাচাই করে দেখেছে হাসপাতালের বিছানায় থাকা শিশুটি রায়ান নয়।

এমন আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

Fact Check / Verification

রিভার্স ইমেজ সার্চ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা রাজ্যভিত্তিক সংবাদমাধ্যম WFMY News 2 এ গত ২১ জানুয়ারিতে “Mom says son, 6, told her he ‘had to be strong’ after wrong-way crash on I-40” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

মরক্কো
Screenshot from WFMY News 2 report

এছাড়া, WFMY News 2 এর ফেসবুক পেজে গত ২২ জানুয়ারিতে প্রকাশিত একই শিশুর ছবি পাওয়া যায়। ছবির শিশুটির নাম আরমানি গঞ্জালেজ, বয়স ৬ বছর। গত ২১ জানুয়ারিতে আমেরিকার নর্থক্যারোলিনা রাজ্যর I-40 হাইওয়েতে একটি দূর্ঘটনায় আহত হয় আরমানি গঞ্জালেস, তার বাবা জোসে গঞ্জালেজ এবং দাদী অলিভিয়া গঞ্জালেজ।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি মঙ্গলবার মরক্কোর উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ১০৪ ফুট গভীর কূপে পড়ে যায় রায়ান নামের শিশুটি। কিন্তু টানা ৪ দিন চেষ্টা চালিয়েও বাঁচানো যায়নি শিশু রায়ানকে।

Read More: বঙ্গবন্ধু টানেলের নামে ইডিটেড ছবি প্রচার

Conclusion

গত জানুয়ারিতে আমেরিকায় ঘটা একটি সড়ক দূর্ঘটনায় আহত শিশুর ছবিকে মরক্কোর কূপে পড়ে মারা যাওয়া রায়ানের ছবি দাবি করে ফেসবুকে ভাইরাল করা হচ্ছে।

Result – Misleading

Our Sources:

WFMY News 2: https://www.wfmynews2.com/article/news/local/wrong-way-crash-i-40-boy-injured-home-from-hospital/83-72dc9512-ef9b-460f-bdeb-e4cf0421a6eb

https://www.facebook.com/WFMYNews2/posts/10160429217728755

BBC Bangla: https://www.bbc.com/bengali/news-60276775


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular