বুধবার, এপ্রিল 24, 2024
বুধবার, এপ্রিল 24, 2024

HomeFact Checkএমাইটিতে বৃটিশ বাংলাদেশি শিক্ষার্থীর শিক্ষাবৃত্তি পাওয়ার ঘটনাটি পুরোনো 

এমাইটিতে বৃটিশ বাংলাদেশি শিক্ষার্থীর শিক্ষাবৃত্তি পাওয়ার ঘটনাটি পুরোনো 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুক্তরাষ্ট্রে ২৪ কোটি ৩৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন সিলেটি কিশোর ইউসুফ দাবিতে একটি অনলাইন পোর্টালের লিংক প্রচার করা হয়েছে। পোষ্টটি দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

এমাইটিতে

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি বিভ্রান্তিকর। 

Fact-Check/Verification

“এমাইটি, ইউসুফ” সহ একাধিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে মূল ধারা গণমাধ্যম আরটিভি অনলাইনে ২১ আগস্ট ২০১৯ সালে “২৪ কোটি টাকার মার্কিন শিক্ষাবৃত্তি পেলেন ব্রিটিশ-বাংলাদেশি কিশোর” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot taken from RTV

প্রতিবেদন হতে জানা যায়, ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ আহমেদ দুই লাখ পঞ্চাশ হাজার পাউন্ডের (২৪ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা) শিক্ষাবৃত্তি পেয়েছেন। তিনি এমআইটি-তে পদার্থবিদ্যা এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করবেন। 

পাশাপাশি সেসময়ে ডেইলি নয়াদিগন্তে বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। 

Read More: ফারজানার বিসিএস ক্যাডার হওয়ার খবরটি ৩ বছর পুরোনো

অর্থাৎ, মোহাম্মদ ইউসুফ আহমেদ এর বৃত্তি পাওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। 

Conclusion

২০১৯ সালে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ আহমেদ দুই লাখ পঞ্চাশ হাজার পাউন্ডের শিক্ষাবৃত্তি পাওয়ার খবরটিকে হবুহু কপি-পেস্ট করে সাম্প্রতিক সময়ে অপ্রাসঙ্গিক ভাবে প্রচার করা হচ্ছে। 

Result: Missing Context


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular