Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে, ইরান ইসরায়েল এর হাইফা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল হামলা চালিয়েছে বলে দাবি করে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
বিষয়টির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, ভিডিও থেকে সংগৃহীত কী-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করার মাধ্যমে ২০১৫ সালের ১৮ নভেম্বর ‘Massive explosion at Chinese chemical plant’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যা ইউটিউবের ‘Crazy China Videos’ নামক চ্যানেলে আপলোড করা হয়েছিল। উক্ত ভিডিওর একটি অংশের সঙ্গে সাম্প্রতিক দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওর স্পষ্ট মিল রয়েছে।
পরবর্তীতে, ‘Military.com’ এর ওয়েবসাইটে ২০১৫ সালের ২৬ নভেম্বর ‘Explosion at Chemical Plant in Zhejiang China’ শীর্ষক শিরোনামে একই ভিডিও পাওয়া যায়।
তবে ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও, এটি উল্লেখযোগ্য যে ভিডিওটি অনলাইনে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের অনেক আগেই, অর্থাৎ ২০১৫ সাল থেকেই বিদ্যমান। এই তথ্য থেকেই নিশ্চিত হওয়া যায় যে ভিডিওটি বর্তমান ইরান-ইসরায়েল সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং বিভ্রান্তিকরভাবে পুরনো ফুটেজ ব্যবহার করে মিথ্যা দাবি ছড়ানো হয়েছে।
তাছাড়া, ইসরায়েলের হাইফা শহরে কোনো বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে এমন কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ২০১৫ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান একটি পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতে ইরানের হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের কথিত হাইফা বিদ্যুৎকেন্দ্রে সফল আক্রমণের দাবি করে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণভাবে মিথ্যা ও ভুয়া তথ্যের উপর ভিত্তি করে ছড়ানো হয়েছে।
Our Sources
Crazy China Videos YouTube
Milityar.com Article
Sayeed Joy
June 26, 2025
Sayeed Joy
October 3, 2024
Sayeed Joy
June 28, 2024