শুক্রবার, অক্টোবর 11, 2024
শুক্রবার, অক্টোবর 11, 2024

HomeFact CheckFact Check: মুরগির ‘এইচ৫এন১’ ভাইরাস ছড়িয়ে পড়ার খবরটি বাংলাদশের নয়

Fact Check: মুরগির ‘এইচ৫এন১’ ভাইরাস ছড়িয়ে পড়ার খবরটি বাংলাদশের নয়

Claim- ছড়িয়ে পড়ছে ‘এইচ৫এন১’ ভাইরাস, হাস-মুরগী না খাওয়ার নির্দেশ’ শিরোনামে একটি পোস্ট করা হয়।


Fact- মূলত ভাইরাসটি বাংলাদেশে ছড়ায় নি, ভারতে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি, একটি ফেসবুক পেইজে ও বিভিন্ন ফেসবুক আইডিতে দাবি করা হয়, ‘‘ছড়িয়ে পড়ছে ‘এইচ৫এন১’ ভাইরাস; হাস-মুরগী না খাওয়ার নির্দেশ।’’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  bangladeshmoments.com নাম এর একটি ওয়েব পোর্টাল এর সুত্র ধরে পোস্ট করে দাবি করা বলা হয়, ছড়িয়ে পড়েছে ”এইচ৫এন১” ভাইরাস। এছাড়াও একাধিক বাংলাদেশী ফেসবুক ব্যবহারকারী একই মর্মে পোস্ট করে থাকেন। 

পোস্টটি দেখুন এখানে- এখানে , এখানে এখানে। 

নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-

এইচ৫এন১ ভাইরাস ছড়িয়ে পড়েছে দাবিতে করা ভাইরাল পোস্ট
কার্টেসিঃ ফেসবুক/ইউজার

ভাইরাস সংক্রমণের ভাইরাল পোস্ট
ভাইরাস সংক্রমণের ভাইরাল পোস্ট
কার্টেসিঃ ফেসবুক/ইউজার

নিউজচেকার-বাংলাদেশ, দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে যে, পোস্টটিতে করা হাস-মুরগীতে ছড়িয়ে পড়া ভাইরাসের দাবিটি বিভ্রান্তিকর। মূলত, ‘এইচ৫এন১’ ভাইরাসটি ভারতের ঝাড়খন্ড রাজ্যে হাস-মুরগির মাঝে ছড়িয়ে পড়েছে। 

Fact-Check/Verification:


নিউজচেকার-বাংলাদেশ, গুগল কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে দেখতে পায়, ”এইচ৫এন১” ভাইরাসটি বাংলাদেশ নয় বরং ভারতের ঝাড়খন্ড প্রদেশে ছড়িয়ে পরছে।

উক্ত দাবীতে করা ফেসবুক পোস্টগুলোর একটিতে দ্যা বাংলাদেশ মোমেন্টস নাম এর একটি খবরের সুত্র উল্লেখ করা হয়। ৭ই মার্চের তাদের মূল প্রতিবেদনে বিস্তারিত বলা হয়, ভারতের ঝাড়খন্ড রাজ্যে বার্ড ফ্লু তথা ‘এইচ৫এন১’ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা হাস-মুরগি খাওয়া কমিয়ে দিয়েছে। সংক্রমিত এলাকার ১ কিমি এর মধ্যে সকল পোষা পাখি মেরে ফেলারও নির্দেষ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা আপাতত হাস-মুরগী খাওয়া থেকে বিরত থাকতে বলেছেন। 

মূল প্রতিবেদন দেখুন এখানে- দ্যা বাংলাদেশ মোমেন্টস। 

আমাদের বার্তা নামে একটি পত্রিকায়ও এই সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ করা হয়। ৬ই মার্চ ২০২৩ তারিখের ঐ প্রতিবেদনে ডেকান হেরাল্ডের বরাতে বলা হয়, “গত সপ্তাহে ঝাড়খণ্ডের বোকারো জেলায় বার্ড ফ্লু শনাক্তের জেরে প্রায় চার হাজার হাঁস-মুরগি মেরে ফেলা হয়। এরপর রাজ্যের রাজধানী রনচিতেও এর সংক্রমণ শনাক্ত হয়েছে।সংক্রমিত এলাকার এক কিলোমিটারের মধ্যে সব ধরনের পোষা পাখি মেরে ফেলতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা এলাকাগুলোকে রাখা হয়েছে কড়া নজরদারিতে।”

Deccan Herald এই মর্মে দুইটি প্রতিবেদন প্রকাশ করে যথাক্রমে ২৫ ফেব্রুয়ারি৪ই মার্চ। 

ডেকান হেরাল্ডের প্রথম (২৫ ফেব্রুয়ারি)প্রতিবেদনে বলা হয়, “Nearly 4,000 birds, including chickens and ducks, will be culled in Jharkhand’s Bokaro district after a bird flu outbreak was reported at a state-run poultry farm, an official said on Saturday.’ অর্থাৎ শনিবার স্থানীয় এক কর্মকর্তার বরাতে জানা যায় ঝাড়খন্ডের বোকারোতে বার্ড ফ্লু সংক্রমণের কারণে হাস-মুরগি সহ প্রায় ৪০০০ পাখি নিধন করা হবে। প্রতিবেদন থেকে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি কাড়াকনাথ নামের একটি পোল্ট্রি ফার্ম এ প্রায় ৮০০ মুরগি মারা যায় ও ১০৩ টির মতো নিধন করা হয়। পরবর্তীতে ফার্ম থেকে স্যাম্পল নিয়ে National Institute of High Security Animal Diseases in Bhopal পরীক্ষার জন্য পাঠালে এই ব্যাপারে নিশ্চিত করা হয়। 

পরবর্তীতে ৪ মার্চের অন্য প্রতিবেদনে বলা হয় বোকারোর সংক্রমণের এক সপ্তাহ পরে রাজ্যের রাজধানী রাচিতেও এই ফ্লু এর সংক্রমণ দেখা দেয়।

মূল প্রতিবেদন- ডেকান হেরাল্ডইন্ডিয়া টাইমস। 

ভারতের ”এইচ৫এন১” ভাইরাস সংক্রমণের বিষয়ে বাংলাদেশের জাগোনিউজ২৪ঢাকাপোস্ট এও  প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে সকল প্রতিবেদনের কোন অংশে ‘এইচ৫এন১’ ভাইরাস এ বাংলাদেশে সংক্রমণের ঘটনা পাওয়া যায় নি। 

Conclusion:

বাংলাদেশে এইচ৫এন১ ভাইরাসটি ছড়িয়ে পড়ার দাবিটি বিভ্রান্তিকর। বাংলাদেশে এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোন ভাইরাস এর সংক্রমণের খবর পাওয়া যায়নি।

Result: False

Sources:

দ্যা বাংলাদেশ মোমেন্টস-https://bangladeshmoments.com/international/104139/?fbclid=IwA 
আমাদের বার্তা-https://www.amaderbarta.net/economics/news/4351 
ডেকান হেরাল্ড-https://www.deccanherald.com/national/east-and-northeast/nearly-4000-chickens-duck
ইন্ডিয়া টাইমস-https://timesofindia.indiatimes.com/videos/news/bird-flu-spread-in-jharkhand-thousands
জাগোনিউজ২৪-https://www.jagonews24.com/international/news/838094
ঢাকাপোস্ট-https://www.dhakapost.com/international/178168 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular