শুক্রবার, অক্টোবর 11, 2024
শুক্রবার, অক্টোবর 11, 2024

HomeFact CheckFact Check: পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের আনন্দ-নাচের ভিডিওটি পুরোনো

Fact Check: পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের আনন্দ-নাচের ভিডিওটি পুরোনো

Claim
ইন্ডিয়া হারার পর পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের সেই নাচ
Fact
এটি ২০২২ সালে আইসিসি টি২০ ওয়ার্ল্ড কাপ এর ফাইনালে পাকিস্তান কোয়ালিফাই হওয়ার পর দ্যা প্যাভিলিয়ন নামের একটি শো এর ভিডিও

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক এবং ফেসবুকে আইসিসি মেন’স ওয়ার্ল্ডকাপ ২০২৩ এর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর পাকিস্তানি সাবেক ক্রিকেট খেলোয়ারদের বসে আনন্দ এবং নাচের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় ইন্ডিয়া হারার পর পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের সেই নাচ। এমন দাবিতে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে। 

সাবেক

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পাকিস্তানি স্পোর্টস ভিত্তিক চ্যানেল A Sports এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৯ নভেম্বরে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

মূলত, ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া আইসিসি মেনস টি২০ ওয়ার্ল্ডকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে পাকিস্তান, এতে পাকিস্তানি স্পোর্টস চ্যানেল দ্যা প্যাভিলিয়ন নামের শো তে পাকিস্তানি সাবেক ক্রিকেটাররা আনন্দ উল্লাস করেন।

Read More: বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ায় ভারতীয় সমর্থকদের টিভি ভাঙচুরের ছবিটি পুরোনো 

Conclusion

২০২২ সালে অনুষ্ঠিত হওয়া আইসিসি মেনস টি২০ ওয়ার্ল্ডকাপ ক্রিকেটের ফাইনালে পাকিস্তান কোয়ালিফাই করার উল্লাসে সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা একটি টিভি শো তে আনন্দ-নাচ করেন। সেই ভিডিওকেই সদ্য সমাপ্ত আইসিসি মেনস ওয়ার্ল্ডকাপ ক্রিকেট ২০২৩ এর ফাইনালের ভারতের হার কে উল্লাস করেছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। 

Result: False

Our Sources 
A video published on A Sports YouTube Channel on 9 November 2022
ICC T20 World Cup 2022 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular