Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি ভাইরাল হওয়া একটি টিকটক ভিডিওতে, এক স্কুল ছাত্রীকে তার শিক্ষক ধর্ষন করেছে এমন দাবি করে – এই অপরাধের বিচার চাওয়া হয়। ভিডিওটি আপলোডের একদিনের মধ্যে প্রায় ১৩ লাখ বার দেখা হয়েছে পাশাপাশি ১ লাখ ৩১ হাজার ‘লাইক’ করা হয়েছে।
ভিডিওটি এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। যেখানে দাবি করা হয়, প্রধান শিক্ষকের বেতের আঘাতে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
আমরা ভিডিওটির কিছু কী-ফ্রেম সার্চ ইঞ্জিনগুলোতে রিভার্স সার্চ করে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বরে ফেসবুক একাউন্ট থেকে আপলোড করা 2:43 মিনিটের একটি ভিডিও খুঁজে পাই। ভিডিওটির ক্যাপশন ছিলোঃ “সাটুরিয়ায় বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করতে গিয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বহুদিনের বেড়ে উঠা ঘাষ পরিস্কার করতে গিয়ে বুধবার শতাধিক স্কুল শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ ছাত্র/ছাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।….”
২০১৯ সালে প্রকাশিত এই ভিডিওটির 1:09 মিনিট থেকে সাদৃশ্যতার মিল দেখা যায় টিকটক ভিডিওটির।
পরবর্তীতে আমরা কি-ওয়ার্ড সার্চের সহায়তায় তৎকালীন বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এই বিষয়ে প্রকাশিত সংবাদ খুঁজে পাই।
দৈনিক ইত্তেফাকের ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন দেখুন এখানে।
মূলত, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সকাল দশটায় শিক্ষার্থীদের সমাবেশ শেষে বিদ্যালয়ের মাঠে বেড়ে উঠা ঘাস ছাত্র-ছাত্রীদের পরিষ্কার করার নির্দেশ দেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক। ‘ঘাস পরিষ্কার’ অভিযান চলাকালে ঘণ্টাখানেক পরে ছাত্র-ছাত্রীরা প্রচণ্ড গরম এবং ঘাষের দূর্গন্ধে অসুস্থবোধ করেন। কিছু শিক্ষার্থী অচেতন হয়ে পড়েন। স্থানীদের সহযোগীতায় তাদের দ্রুত উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।
একই বিষয়ে জাগো নিউজের প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর রশিদ জানান, “প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে গিয়ে ছাত্রীরা হিটস্ট্রোকে অসুস্থ হয়ে পড়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। সবাই আশঙ্কামুক্ত।”
এছাড়াও, তখন ঘটনাটি নিয়ে যুগান্তর, ঢাকা ট্রিবিউন, ডেইলি ইনকিলাব, চ্যানেল ২৪ সহ একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।
ভিন্ন একটি ঘটনার ভিডিওকে মিথ্যা দাবিযুক্ত শিরোনাম দিয়ে ভাইরাল করা হয়েছে।
Read More: আফগান ক্রিকেটার রশিদ খানের টুইট দেশের শান্তি কামনায়
FB Video: https://www.facebook.com/nurzzaman.md/videos/10215182845748601
Jago News: https://www.jagonews24.com/country/news/527696
Channel 24: https://www.youtube.com/watch?v=XkFFE0qw3QI
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Sayeed Joy
June 30, 2025
Sayeed Joy
June 27, 2025
Sayeed Joy
June 26, 2025