মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024

HomeFact CheckFact Check: কোটা আন্দোলনে মৃতের সংখ্যা ছাড়াল ৯০০? না, ভ্রান্ত ছবি-সহ সোশ্যাল...

Fact Check: কোটা আন্দোলনে মৃতের সংখ্যা ছাড়াল ৯০০? না, ভ্রান্ত ছবি-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়াল ভুয়ো দাবি

Claim

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, কোটা আন্দোলনে পড়ুয়াদের মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গিয়েছে।

Fact

পোস্টের ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে ২০২২ সালের অক্টোবর মাসে ইন্দোনেশিয়ান সংবাদমাধ্যম  Bali Tribune ওয়েবসাইটে প্রকাশিত একটি খবর আমাদের নজরে পড়ে। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, ওই বছরের ৩০ অক্টোবর বালির তাবাননে অবস্থিত কেটুট মারিয়া আর্ট বিল্ডিংয়ে “Calonarang” নামে একটি ঐতিহ্যাবাহী উৎসব অনুষ্ঠিত হয়েছিল। সেই উৎসবে ১০৮ জন কলেজ পড়ুয়া অংশ গ্রহণ করেছিল। ছবিটি সেই অনুষ্ঠানের।

এরপর ২৫ জুলাই Prothom Alo ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় যে, কোটা আন্দোলেনর জেরে মৃতের সংখ্যা বেড়ে ২০২ হয়ে গিয়েছে। ওই প্রতিবেদনেই লেখা হয়েছে, “এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৬ জুলাই (মঙ্গলবার) ৬ জন, ১৮ জুলাই (বৃহস্পতিবার) ৪১, শুক্রবার ৮৪, শনিবার ৩৮, রোববার ২১, সোমবার ৫, মঙ্গলবার ৩ ও গতকাল ৪ জনের মৃত্যু হয়। উল্লেখ্য, সোম, মঙ্গলবার ও বুধবার মৃত্যু চিকিৎসাধীন অবস্থায় হয়েছে।”

The Daily Campus-এর খবরানুযায়ী, মৃত্যু হয়েছে ২০১ জনের। 

জার্মানির ওয়েবসাইট dw.com ও তুরস্কের ওয়েবসাইট aa.com বলছে কোটা আন্দোলনে মৃত্যু হয়েছে, ২০১ জনের। 

কোনও সংবাদমাধ্যমেই মৃতের সংখ্যা ৯০০-র উপরে দাবি করা হয়নি। 

সুতরাং এখান থেকেই স্পষ্ট যে, ভাইরাল পোস্টের ছবিটি পুরনো এবং দাবিটি ভুয়ো।

Result: False

Sources
Report by Prothom Alo
Report by The Daily Campus
Report by dw.com
Report by aa.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular