মঙ্গলবার, এপ্রিল 23, 2024
মঙ্গলবার, এপ্রিল 23, 2024

HomeFact Checkশেখ হাসিনা পৃথিবীর নিকৃষ্ট প্রধানমন্ত্রী নির্বাচিত হননি 

শেখ হাসিনা পৃথিবীর নিকৃষ্ট প্রধানমন্ত্রী নির্বাচিত হননি 

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক একটি গুগলে সার্চ করার ভিডিওকে প্রচার করে দাবি করা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর নিকৃষ্ট প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। টিকটকে ভাইরাল এমন ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে। 

হাসিনা

নিউজচেকার যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

কিওয়ার্ড সার্চের মাধ্যমে bdtoday.net নামের একটি ওয়েবসাইটে, ২০১৮ সালের ২১ ই মার্চে “এবার নিকৃষ্ট স্বৈরশাসকের তালিকায় প্রথম হলেন শেখ হাসিনা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Screenshot taken from bdtoday.net

এই প্রতিবেদনটি থেকে জানা যায়, বিশ্বের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট একনায়ক তথা স্বৈরাশাসকের তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির নিকৃষ্ঠ স্বৈরশাসক এডলফ হিটলারকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেন তিনি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও জনপ্রিয় জরিপভিত্তিক ওয়েবসাইট ‘দি টপটেনস’ এ একটি দীর্ঘমেয়াদী জরিপের মাধ্যমে সেরা স্বৈরাশাসক নির্বাচিত হন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী।

Read More: সরকারি মদের দোকান দাবিতে বিকৃত ছবি প্রচার

Later, a list named Top 10 Worst Dictators in History was found on the website ‘thetoptens.com’ based on this report . This list was created by a US user named Ozzy Van Halen and has 229 names on the list and 25 thousand total votes as of this writing. Among them, Prime Minister Sheikh Hasina is at the top, with about 2213 comments, followed by Adolf Hitler, with 259 comments.

Screenshot taken from thetoptens.com

এছাড়া, একই ওয়েবসাইটে “Top 10 Dictators In History” শিরোনামে আলাদা আরেকটি তালিকা খুঁজে পাওয়া যায়। এই তালিকায় নাম রয়েছে ৫২ জনের এবং মোট ভোট পড়েছে ৯০০ টি। এই তালিকায় শীর্ষ দশে চতুর্থ স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে জার্মানির এডলফ হিটলার, সাবেক সোভিয়েত ইউনিয়নের জোসেফ স্ট্যালিন ও চীনের মাও সেতুং।

Screenshot taken from thetoptens.com

Later, a search on the Top Tens website revealed that the website has been operating since 2005. which is managed by user interaction The website has a collection of over 2 lakh top ten lists on various subjects. Where anyone can do things like voting, creating top ten lists, adding and rearranging the list

Screenshot taken from thetoptens.com

এছাড়া, বিষয়টি নিয়ে পূর্বে বাংলাদেশি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এবং যাচাই প্রতিবেদন প্রকাশ করে উল্লেখ করেছে ” দি টপটেনস.কম (thetoptens.com) এমন কোন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়েবসাইট নয়, যারা বিভিন্ন সময় গবেষণা উদ্দেশে এরকম জরিপ করে থাকে। এটি মূলত একটি সামাজিক যোগাযোগ সাইট যেখানে যে কেউ তার পছন্দ মত বিষয় নিয়ে জরিপ শুরু করতে পারে এবং অনুরূপ জরিপে ভোট দিতে পারে।” 

অপরদিকে ভিডিওর একটি অংশে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা, ‘দ্যা স্ট্যাটিস্টিক্স ইন্টারন্যাশনাল’ এর জরিপে শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট শাসক বিবেচিত হয়েছেন দাবিও লক্ষ্য করা যায় তবে অনুসন্ধানের মাধ্যমে ‘দ্যা স্ট্যাটিস্টিক্স ইন্টারন্যাশনাল’ নামে সিঙ্গাপুরভিত্তিক কোনো গবেষণা সংস্থা খুঁজে পাওয়া যায়নি।

Conclusion

নির্ভরযোগ্য তথ্যসূত্র বিহীন একটি পাবলিক ক্রাউডসোর্সেড ভোটিং সাইটে প্রকাশিত তথ্যর উপর ভিত্তি করে ভুঁইফোড় অনলাইন পোর্টালের প্রচারিত প্রতিবেদনের সার্চ রেজাল্টের ভিত্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর নিকৃষ্ট প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন দাবিতে প্রচারিত দাবিগুলো সম্পুর্ণ মিথ্যা। 

Result: False

Our Sources

NewsChecker own analysis
The Top Tens website


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular