শুক্রবার, নভেম্বর 15, 2024
শুক্রবার, নভেম্বর 15, 2024

HomeFact CheckFact Check: ৬ কোটি গ্রাহক উপলক্ষে বিকাশের ৬৬০০ টাকা বোনাস দেওয়ার দাবিটি...

Fact Check: ৬ কোটি গ্রাহক উপলক্ষে বিকাশের ৬৬০০ টাকা বোনাস দেওয়ার দাবিটি মিথ্যা 

Claim
ছয় কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে বিকাশের পক্ষ থেকে ব্যবহারকারীদের ৬৬০০ টাকা বোনাস দিচ্ছে বিকাশ
Fact
দাবিটি মিথ্যা এবং ভিত্তিহীন। এমন কোনো ক্যাম্পেইনের অস্তিত্ব নেই বলে জানিয়েছে বিকাশ। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ওয়েবসাইটের লিংক শেয়ার করে প্রচার করে দাবি করা হয়েছে বাংলাদেশি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ সম্প্রতি ছয় কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে বিকাশের পক্ষ থেকে ব্যবহারকারীদের ৬৬০০ টাকা বোনাস দেয়া হয়েছে। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

বিকাশ

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে বিকাশের অফিশিয়াল ওয়েবসাইট কিংবা ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো অফারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। 

আরো পড়ুনঃ বিকাশের ১০ বছর পূর্তিতে ১০ হাজার টাকা উপহারের ক্যাম্পেইনটি ভুয়া 

তাছাড়া, অধিকতর যাচাই এর জন্য বিকাশ কতৃপক্ষের সঙ্গে নিউজচেকারের পক্ষ হতে যোগাযোগ করা হলে বলা হয় এমন কোনো অফার বা ক্যাম্পেইন সচল নেই এবং এটি ভুয়া। 

Chat with bKash customer service

Conclusion

বিকাশের ছয় কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে বিকাশের পক্ষ থেকে ব্যবহারকারীদের ৬৬০০ টাকা বোনাস দেওয়ার দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি ভুয়া

Result: False

Our Sources
Live chat with bKash customer service
bKash website
bKash official Facebook page


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular