সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এবং টিকটকে ভাইরাল একটি ভিডিও দাবি করে, পরিবর্তন আনা হচ্ছে সৌদি আরবের জাতীয় পতাকায়। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসাবে পতাকা থেকে বাদ পড়ছে তলোয়ার এবং কালেমা তাইয়্যেবা, পরিবর্তন হবে জাতীয় সংগীত ও দেশটির প্রতীক।
সোস্যাল মিডিয়াতে ভাইরাল পোস্টগুলো উল্লেখ করা হয় সৌদির শুরা কাউন্সিল অনুমোদিত একটি খসড়া প্রস্তাবনায় সৌদির জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত পরিবর্তন করার প্রস্তাব দেয়া হয়েছে।
বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রচার করা হয় একই খবর।
পাকিস্তানি সাংবাদিক ইমরান খান তার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি ভিডিও ব্লগে একই দাবির কথা উল্লেখ করেন।
Fact Check/ Verification
টিকটক ভিডিওটির কী-ফ্রেম সার্চ করে অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল দূরবিন নিউজের ফেসবুক পেইজে ৫ই ফেব্রুয়ারি সৌদি আরবের পতাকায় থাকছে না আর কালেমা এই শিরোনামে সংবাদ প্রচার করে, যা ৬.৫ মিলিয়নবার দেখা হয়েছে।
কী-ওয়ার্ড সার্চে গালফ্ নিউজে প্রকাশিত একটি প্রতিবেনে সৌদি আরবের শুরা কাউন্সিল নিশ্চিত করে যে, পরিবর্তন আসছে না জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতে।
আরব নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে কাউন্সিলের নিরাপত্তা ও সামরিক কমিটির প্রধান মেজর জেনারেল আলি এম আল-আসিরি বলেছেন যে প্রস্তাবিত সংশোধনীটি দেশটির পতাকা, প্রতীক এবং জাতীয় সঙ্গীতের ব্যবহার সংক্রান্ত নীতিমালাগুলো পরিবর্তনে খসড়া অনুমোদন করে।
যমুনা টিভিতে একই দিনে সম্প্রচারিত সংবাদে উল্লেখ করা হয়, সৌদির শুরা কাউন্সিল জাতীয় পতাকা ব্যবহারে নতুন করে কিছু নীতিমালা গ্রহণ করা হয়েছে যা আগে ছিলো না। আরও জানানো হয়, পতাকা অবমাননাকারীদের এক বছরের জেল ও তিন হাজার রিয়েল জরিমানা করা হবে। এছাড়াও পতাকা উত্তোলনে নিয়ম বেঁধে দেয়া হয়েছে বেসরকারী প্রতিষ্ঠানে।
সুতরাং, সৌদি আরবের জাতীয় পতাকায় কোনও পরিবর্তন আনা না হলেও ব্যবহারের নীতিমালায় খসড়া সংশধোনীটি অনুমদোন দিয়েছে দেশটির শুরা কাউন্সিল।
৫০ বছর আগে, সৌদি আরবের বর্তমান জাতীয় পতাকায় সবুজ জমিনে সাদা রঙে কালেমা তাইয়্যোবা এবং তলোয়ারের চিত্রসহ গৃহীত হয় ১৫ই মার্চ ১৯৭৩।
যদিও, শুরা কাউন্সিলের ওয়েবসাইটে এই বিষয়ে কোনও তথ্য প্রকাশিত হয়নি।
মজলিস আল-শুরা (পরামর্শদাতা পরিষদ)
মজলিস আল-শুরা বা পরামর্শদাতা পরিষদ, একটি আইন প্রণয়নকারী সংস্থা যা সৌদি আরবের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে রাজাকে পরামর্শ দেয়।
কনসালটেটিভ কাউন্সিল বর্তমানে রাজা কর্তৃক চার বছরের নবায়নযোগ্য মেয়াদের জন্য নিযুক্ত ১৫০ জন সদস্য নিয়ে গঠিত। তাদের অভিজ্ঞতার ভিত্তিতে সদস্যদের কমিটিতে নিয়োগ দেওয়া হয়। মোট কমিটি রয়োছে ১২টি যা মানবাধিকার, শিক্ষা, সংস্কৃতি, তথ্য, স্বাস্থ্য ও সামাজিক বিষয়, পরিষেবা এবং জনসাধারণের উপযোগিতা, পররাষ্ট্র, নিরাপত্তা, প্রশাসন, ইসলামিক বিষয়, অর্থনীতি ও শিল্প এবং অর্থ নিয়ে কাজ করে।
মূলত, প্রবিধান এবং জাতীয় ও জনস্বার্থের বিষয় নিয়ে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ, মজলিস আল-শুরার ম্যান্ডেটটি ২০০৪ সালে নতুন আইন প্রণয়নের প্রস্তাব এবং বিদ্যমান আইনগুলিকে রাজার কাছে আগে জমা না দিয়ে সংশোধন করার জন্য গঠন করা হয়েছিল।
Conclusion
সৌদি আরবের জাতীয় পতাকায় কোনও পরিবর্তন আনা হয়নি। যদিও জাতীয় পতাকা, জাতীয় সংগীত ব্যবহারের নীতিমালায় খসড়া সংশধোনীটি অনুমদোন দিয়েছে দেশটির শুরা কাউন্সিল।
Result: Misleading
Sources:
Tiktok: https://www.tiktok.com/@shamim14353/video/7061283956599098650
Facebook: https://www.facebook.com/watch/?v=5057469620970970
Youtube: https://www.youtube.com/watch?v=FNy4L7oQw60
Jonotaralo24: https://www.jonotaralo24.com/news/4918
Arab News: https://www.arabnews.com/node/2016816/saudi-arabia
Washington Post: https://www.washingtonpost.com/world/saudi-arabia-moves-to-redefine-islam-bearing-green-flag/2022/02/01/8df58056-8366-11ec-951c-1e0cc3723e53_story.html
Jamuna TV: https://www.youtube.com/watch?v=4tZ6lHll5DM
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।