মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024

HomeNational Election 2024Fact check: ৪ মিনিটে ৫০টি ভোট দেয়ার ভিডিওটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের...

Fact check: ৪ মিনিটে ৫০টি ভোট দেয়ার ভিডিওটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নয়

Claim-৪ মিনিটে ৫০ ভোট দিয়েছে একজন ভোটার
Fact-ভাইরাল ভিডিওটি ২০২৪ সালের সংসদ নির্বাচনের নয়। 

‘৪ মিনিটে ৫০ টা ভোট দিয়েছে একজন মহিলা ভোটার’ দাবি সম্বলিত একটি ভিডিও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সম্প্রতি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় একজন মহিলা ভোটার একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ৪ মিনিটে ৫০ টা ভোট দেয়ার কথা বলেন। ভিডিওটি দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটক, টিকটক, টিকটিক, টিকটিক, টিকটিক, টিকটক, টিকটক, টিকটক, টিকটক টিকটক। 

ভাইরাল হওয়া পুরনো ভিডিওর স্ক্রিনশট
কার্টেসিঃ টিকটক/ইউজার
ভাইরাল হওয়া পুরনো ভিডিওর স্ক্রিনশট
কার্টেসিঃ টিকটক/ইউজার

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

গুগল রিভার্স ইমেজ সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে ইউটিউবে বিএনপির অফিসিয়াল ইউটিউবে চ্যানেল-এ একটি সাদৃশ্যপূর্ণ ভিডিও খুজে পাওয়া যায়। ভিডিওটি ‘৪ মিনিটে ৫০ টা ভোট দিছি, আমি আর কত ভোট দিমু? (ঢাকা ১৭ আসনের একজন মহিলা ভোটার)’ শিরোনামে ৫ মাস আগে Bangladesh Nationalist Party-BNP চ্যানেলে আপলোড করা হয়। ভিডিও ডেস্ক্রিপশন থেকে জানা যায় ভিডিওটি ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন চলাকালীন একটি ভোট কেন্দ্র থেকে নেয়া হয়েছে। 

এছাড়াও হিরো আলম অফিসিয়াল নামে একটি ইউটিউব চ্যানেলে একই সময়ে এই ভিডিওটি আপলোড করা হয়। যেখানে ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনের প্রার্থী এ আরাফাত এর উল্লেখ করা হয়। ভিডিওটি দেখুন এখানে- ইউটিউব। 

গত বছর ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মৃত্যুবরণ করলে পরে ১৭ই জুলাই ঐ আসনে উপ-নির্বাচন হয়। নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ এ আরাফাত। 

Conclusion

সুতরাং, ৪ মিনিটে ৫০ টি ভোট দেয়ায়র ভিডিওটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়কালীন নয়। 

Result: False

Our Sources
BNP-youtube, Hero Alam Official- ইউটিউব 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular