শনিবার, অক্টোবর 12, 2024
শনিবার, অক্টোবর 12, 2024

HomeFact Checkআর্জেন্টিনা নিয়ে এমবাপ্পের নামে প্রচারিত বক্তব্যটি মিথ্যা

আর্জেন্টিনা নিয়ে এমবাপ্পের নামে প্রচারিত বক্তব্যটি মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফরাসী ফুটবলার কিলিয়ান এমবাপ্পের বক্তব্য দাবিতে একটি পোস্ট প্রচার করা হয়। পোস্টটিতে দাবি করা হয়, “মরক্কো ম্যাচের পরে এম্বাপ্পে বলেন; আমরা খুবই সৌভাগ্যবান যে সর্বকালের সেরা দলের বিপক্ষে ফাইনাল খেলতে পারবো।তাছাড়া তাদের একজন মেসি আছে যাকে আধুনিক ফুটবলের জনক বলা হয়।ফাইনাল নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত এবং ভীতসন্ত্রস্ত”। এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

এমবাপ্পে

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact-Check/Verification

“Mbappe interview morocco match” কি ওয়ার্ড সার্চের মাধ্যমে Sports Hub 2M নামক ইউটিউব চ্যানেলে গত ১৫ ডিসেম্বর “France vs Morocco 2-0 | Kylian Mbappe post match interview | Fifa world cup 2022 Qatar” শিরোনামের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে কিলিয়ান এমবাপ্পে মেসি এবং আর্জেন্টিনাকে নিয়ে উক্ত মন্তব্য করেন নি।

এছাড়াও, আন্তজার্তিক গণমাধ্যমেও উক্ত বক্তব্যের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় নি। পাশাপাশি  কিলিয়ান এমবাপ্পের ভেরিফাইড ফেসবুক পেজ, টুইটার একাউন্টে অনুসন্ধান করেও উক্ত বক্তব্যের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। 

Conclusion

ভাইরাল হওয়া উক্ত বক্তব্যটি ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে বলেন নি এবং কোনোরূপ তথ্যসূত্র ছাড়াই উক্ত বক্তব্যটি ভিত্তিহীনভাবে প্রচার করা হচ্ছে।

Result: False  


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular