Fact Check
Fact Check: জামায়াত আমিরের বাসা থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী? সত্যতা জানুন

Claim
সম্প্রতি, সাতক্ষীরায় জামায়াত আমিরের বাসা থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী এই দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, ভিডিওটিতে থাকা নাগরিক টিভির লোগোর সূত্র ধরে নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে খুঁজলে গত ১৫ জুন প্রকাশিত ‘সাতক্ষীরায় সাবেক আ.লীগের এমপির ছেলে মা/দ/ক ও অ/স্ত্র/স/হ আটক’ শিরোনামের একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির শুরু অংশের সঙ্গে উক্ত প্রতিবেদনের মিল রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, এটি সাতক্ষীরায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসায় সেনাবাহিনীর অভিযানের ঘটনা। অভিযানে রিফাত আমিনের ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়।
উক্ত ঘটনার বিষয়ে যমুনা টিভি ও একাত্তর টিভিতে প্রচারিত সংবাদ প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
যুগান্তরের ওয়েবসাইটে গত ১৬ জুন প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রিফাত আমিনের বাসায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে। অভিযানের সময় রিফাত আমিনের ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়। ওইদিন দুপুরে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় অবস্থিত রিফাত আমিনের বাসায় এ অভিযান পরিচালিত হয়।
সুতরাং, সাতক্ষীরায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাসায় সেনাবাহিনীর অভিযানের ঘটনায় তাঁর ছেলেকে অস্ত্র ও মাদকসহ আটক করার সত্য ঘটনাটির একটি ভিডিও ক্লিপ বিকৃতভাবে ব্যবহৃত হয়েছে। উক্ত ভিডিওটি সাতক্ষীরায় জামায়াত আমিরের বাসা থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি তুলে প্রচার করা হয়েছে যা মিথ্যা।
Our Sources
Nagorik TV
Jamuna TV
Ekattor TV
Jugantor

Rifat Mahmdul
July 29, 2025

Sayeed Joy
July 28, 2025

Sayeed Joy
July 26, 2025