Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৫ই আগস্ট শোক পালনের আহ্বান জানিয়েছেন। ভিডিওটিতে ড. ইউনূসের কথিত কণ্ঠে শোনা যায়: “আগামী ১৫ই আগস্ট জাতির জন্য একটি শোক দিবস। আপনারা যেখানেই থাকুন না কেন, যেহেতু দিনটি শুক্রবার, তাই অন্তত কালো জামা না হলেও একটি কালো ব্যাজ ধারণ করবেন…”
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে, ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূল ধারার গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ০৯ আগস্ট ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে যে বার্তা দিলেন’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর কিছু মিল থাকলেও, দুই ভিডিওর বক্তব্যের অডিওতে পার্থক্য লক্ষ্য করা গেছে। একই ভিডিও অন্যান্য গণমাধ্যমেও পাওয়া গেছে, এবং সেসব ক্ষেত্রেও একই ধরনের অডিও-অমিল স্পষ্টভাবে দেখা যায়।
বিশ্লেষণে দেখা গেছে, ড. ইউনূস ০৮ আগস্ট প্রদত্ত ওই ভাষণে ১৫ আগস্ট সম্পর্কিত কোনো মন্তব্য করেননি। অর্থাৎ, ভিডিওটির আসল অডিও পরিবর্তন করে তাতে ভিন্ন একটি অডিও সংযোজন করা হয়েছে। ১৫ই আগস্ট বিষয়ে ড. ইউনূসকে অন্য কোনো স্থানেও এমন বক্তব্য দিতে দেখা যায়নি। এ থেকে স্পষ্ট হয় যে, অডিওটি ভুয়া এবং তা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে পরবর্তীতে ভিডিওতে যুক্ত করা হয়েছে। এছাড়া, প্রচারিত ভিডিওটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায়, ড. ইউনূসের ঠোঁটের নড়াচড়া ও অডিওর মধ্যে সুস্পষ্ট অমিল রয়েছে।
উল্লেখযোগ্য যে, অন্তর্বর্তী সরকার ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ মোট আটটি জাতীয় দিবস উদ্যাপন বা পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে গত অক্টোবরে আনুষ্ঠানিকভাবে একটি আদেশ জারি করা হয়।
সুতরাং, ড. ইউনূসের ১৫ আগস্ট শোক পালনের আহ্বান দাবিতে অডিও বদলে তার বক্তব্যের পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে যা এডিটেড।
Our Sources
Jamauna TV
Asian News
Prothom Alo
Sayeed Joy
March 25, 2025
Sayeed Joy
January 28, 2025
Sayeed Joy
January 15, 2025