Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়, ‘এই মুহূর্তে ঢাকা সদরঘাটে লঞ্চে ভয়াবহ আগুন বহু হতাহতের আশঙ্কা। চলছে উদ্ধার কাজ। সবাই বলছে পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।’
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘সংবাদ সবসময়’ নামক একটি ফেসবুক পেজে ২০২৩ সালের ৩০ জুন ‘রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে থাকা ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে’ ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য রয়েছে।
ভিডিওটি পর্যালোচনায় দেখা যায়, এতে উপস্থাপিত দাবি অনুযায়ী স্থান, পারিপার্শ্বিক পরিবেশ ও লঞ্চের চিত্রের সঙ্গে সামঞ্জস্য রয়েছে। তাছাড়া, উক্ত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২০২৩ সালের ৩০ জুন রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ নামক লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনাকে নির্দেশ করছে।
তাছাড়া, ঘটনাটি নিয়ে মূলধারার গণমাধ্যমগুলোর ওয়েবসাইটে (দেখুন এখানে এবং এখানে) এবং ইউটিউব চ্যানেলে (দেখুন এখানে এবং এখানে) পাওয়া যায় প্রকাশিত সংবাদ প্রতিবেদন। এসব প্রতিবেদনের মাধ্যমেও আলোচিত ভিডিও সম্পর্কে একই তথ্যের সত্যতা নিশ্চিত হয়। অর্থাৎ, সদরঘাটে লঞ্চে আগুন লাগার এই ভিডিওটি ২০২৩ সালের।
সুতরাং, ২০২৩ সালের ৩০ জুন রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ নামক লঞ্চে লাগা আগুনের ঘটনাকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
Our Sources
Sangbad Sob Somoy
DBC News
News 24
Jugantor
Daily Star