Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি রাজধানী ঢাকায় চলন্ত বাসে আগুন দিয়েছে বি এন পি-জামাতের আগুন সন্ত্রাস বাহিনী দাবিতে একটি বাসে অগ্নিসংযোগের ভিডিও প্রচার করা হয়েছে।
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও থেকে সংগৃহীত কী-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করা হলে দেখা যায়, দেশীয় মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ নভেম্বর “রাজধানীতে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন” শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত দাবির ভিডিওর দৃশ্যাবলীর মিল লক্ষ্য করা যায়।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে যমুনা টিভির ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ ২০২৩ সালের ১৮ নভেম্বরে “রাজধানীতে আরও দুটি বাসে আগুন” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে সারাদেশের ১১ জায়গায় বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে ১৮ নভেম্বর (২০২৩) সন্ধ্যা ৭টা নাগাদ আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরে গুলিস্তানে ফ্লাইওভারের কাছে যাত্রাবাহী আরও একটি বাসে আগুন দিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে যমুনা টিভির ওয়েবসাইটে ২০২৩ সালের ১৮ নভেম্বর প্রকাশিত “রাজধানীতে আরও দুটি বাসে আগুন” শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সারাদেশে মোট ১১টি স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তারই ধারাবাহিকতায়, ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। কিছুক্ষণ পর গুলিস্তানের ফ্লাইওভারের কাছে একটি যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এছাড়াও, সেই সময় রাজধানীতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ে দেশীয় একাধিক মূলধারার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতে দেখা যায় (দেখুন এখানে এবং এখানে)। এসব প্রতিবেদনের আলোকে স্পষ্ট বোঝা যায় যে, আলোচিত অগ্নিকাণ্ডের ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ২০২৩ সালের ১৮ নভেম্বরের ঘটনার সাথে সম্পর্কিত।
সুতরাং, ২০২৩ সালের নভেম্বর মাসে রাজধানীতে দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত একটি বাসে অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক বলে “রাজধানী ঢাকায় চলন্ত বাসে আগুন জ্বলছে”—এমন দাবি সহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে যা মিথ্যা।
Our Sources
Jamuna TV
ATN Bangla
Dhaka Post
Sayeed Joy
June 30, 2025
Sayeed Joy
June 27, 2025
Sayeed Joy
June 26, 2025