শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact Checkনা, আর্জেন্টাইন ফুটবলার সার্জিও আগুয়েরো পেশাদার ফুটবলে ফেরেননি 

না, আর্জেন্টাইন ফুটবলার সার্জিও আগুয়েরো পেশাদার ফুটবলে ফেরেননি 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, আর্জেন্টাইন সাবেক ফুটবলার সার্জিও আগুয়েরো পেশাদার ফুটবলে আবার ফেরেছেন দাবিতে কিছু পোস্ট প্রচার করা হয়। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এবং এখানে। সার্জিও আগুয়েরো হৃদযন্ত্রের স্পন্দন জটিলতা সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার পর ২০২১ সালের ১৫ ডিসেম্বর ৩৩ বছর বয়সেই ক্যারিয়ারের ইতি টানেন এই ফুটবলার। 

সার্জিও

নিউজচেকার যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। 

Fact-Check/Verification

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের ফুটবল ক্লাব Barcelona Sporting Club এর অফিশিয়াল ফেসবুক পেজে গত ০৯ জানুয়ারিতে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

এর সূত্র ধরে অনুসন্ধানের মাধ্যমে, সার্জিও আগুয়েরোর অফিশিয়াল ওয়েবসাইটে “In “The Yellow Night” প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot taken from Sergio Aguero website

প্রতিবেদন হতে জানা যায়, ইকুয়েডেরিয়ান ক্লাব বার্সেলোনার হয়ে ঐতিহ্যবাহী ‘ইয়েলো নাইট’ ম্যাচে অতিথি ফুটবলার হিসেবে খেলার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি কাতার বিশ্বকাপ চলাকালীন সময়ে এবং এই ম্যাচটি আগামী ২৮শে জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Read More: সাকিব আল হাসান গালফ ওয়েলসের নতুন সিইও নয়

উল্লেখ্য, এর আগেও স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রকাশিত এক প্রতিবেদন হতে জানা যায় তিনি পেশাদার ফুটবলে না হলেও বিনোদন বা চ্যারিটিমূলক ম্যাচ খেলার ইচ্ছে আছে। 

Conclusion

আর্জেন্টিনার সাবেক ফুটবলার সার্জিও আগুয়েরর একটি ফ্রেন্ডলি ম্যাচে খেলার তথ্যকে পেশাদার ফুটবলে ফিরছেন দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে

Result: Missing Context


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular