মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024

HomeFact Checkগেমপ্লে এর ভিডিওকে ইউক্রেন-রাশিয়া সংঘাত দাবিতে প্রচার

গেমপ্লে এর ভিডিওকে ইউক্রেন-রাশিয়া সংঘাত দাবিতে প্রচার

সম্প্রতি শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকে চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতের একাধিক দাবিযুক্ত করে একটি ভিডিও ভাইরাল করা হয়। ভিডিওতে দেখা যায় আকাশে থাকা যুদ্ধবিমানে নিচ থেকে ফায়ারিং করা হচ্ছে। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

ইউক্রেন
Screenshot TikTok Profile
Screenshot TikTok Profile

ভাইরাল হওয়া ভিডিওর একটিতে প্রায় ১১ লাখ ভিউ এবং ১ লাখ ১৫ হাজার লাইক করা হয়েছে। নিউজচেকার যাচাই করে দেখেছে ভিডিওটি কোনো বাস্তবিক যুদ্ধের নয়।

Fact check / Verification

ভাইরাল ভিডিওগুলোর স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে Compared Comparison নামের একটি ইউটিউব চ্যানেলে “ArmA 3 – A-10 Warthog/Thunderbolt II in Action vs C-RAM – Phalanx CIWS – C RAM – Tracer – Simulation” শিরোনামে প্রকাশিত ভিডিওর সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।

মূলত, ArmA3 ২০১৩ সালে রিলিজ হওয়া একটি মিলিটারি সিমুলেশন গেমস। বিভিন্ন গেমিং পেজ এবং ইউটিউব চ্যানেল হতে ArmaA3 এর গেমপ্লে ভিডিওর ক্লিপ সংগ্রহ করে বর্তমানে চলমান ইউক্রেন রাশিয়া সংঘাত উল্লেখ করে ভাইরাল করা হচ্ছে।

Read More: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দাবিতে ভিন্ন ভিডিও প্রচার

Conclusion

ArmA3 গেমপ্লে এর ভিডিওকে ইউক্রেন রাশিয়া সংঘাত উল্লেখ করে ভাইরাল টিকটকে করা হয়েছে।

Result: False

Our Sources

Compared Comparison: https://www.youtube.com/watch?v=MMIJV8XwASw
Compared Comparison: https://www.youtube.com/watch?v=P0X8Jxaz3-A
Arma3: https://arma3.com/


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular