Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান গালফ ওয়েলস বাংলাদেশ লিমিটেডের সিইও পদে নিযুক্ত হয়েছেন দাবিতে একটি পোস্ট প্রচার করা হয়।প্রচারিত পোস্টটি দেখুন এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর।
“Shakib Al Hasan Gulf Oil Bangladesh” সহ একাধিক কীওয়ার্ড সার্চের মাধ্যমে, মূলধারার সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউনের ইংরেজি সংস্করণে গত ০৪ জানুয়ারিতে “Gulf Oil Bangladesh appoints Shakib Al Hasan as CEO for a day” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদন হতে জানা যায়, সাকিব আল হাসান ২০১৯ সাল হতে গালফ অয়েল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা শুরু করেন এবং চলমান রয়েছেন।এরই অংশ হিসেবে গত ৪ জানুয়ারিতে সাকিব আল হাসানকে একদিনের জন্য সিইও হিসেবে দায়িত্ব দেয়া হয়। এ নিয়ে গালফ অয়েল বাংলাদেশের সিইও অম্লান মিত্র বলেছেন: “সাকিবের ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার সাথে এটি একটি আনন্দদায়ক দিন ছিল। তিনি যখন তাদের নতুন সিইও হিসাবে পদত্যাগ করেছিলেন তখন কর্মচারীরা অবাক হয়েছিলেন। তার শক্তি দৃশ্যমান এবং সংক্রামক ছিল এবং আমরা কর্মচারী, অংশীদার এবং সমস্ত স্টেকহোল্ডারদের মধ্যে একই সাক্ষ্য দিতে পারি। তিনি মিটিং, কল এবং ব্যক্তিগত ব্যস্ততার মধ্যে জগলিং করে পুরো দিনটি সত্যিই ভালভাবে পরিচালনা করেছিলেন। বরাবরের মতো, তিনি একজন সিইও হিসেবে ভালো ব্যাটিং করেছেন এবং দলকে অনুসরণ করার জন্য একটি নতুন মানদণ্ড তৈরি করেছেন।”
Read More: কুড়িগ্রামে ৩১ জনের ইসলাম গ্রহণের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়
এছাড়া, সাকিবের সিইও হওয়া নিয়ে ডেইলি বাংলাদেশ সহ একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
যদিও, গালফ ওয়েলস বাংলাদেশের মূল সিইও অম্লান মিত্র, যিনি ২০১৪ থেকে কর্মরত রয়েছেন।
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান গালফ ওয়েলস বাংলাদেশ লিমিটেডের সিইও পদে নিযুক্ত হয়েছেন, দাবিটি বিভ্রান্তিকর।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
Sayeed Joy
July 10, 2025
Sayeed Joy
July 7, 2025
Sayeed Joy
July 4, 2025