Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি, গ্রিসের মুসল্লিরা ১৮০ বছর পরে নামাজ পড়ার অনুমতি পেয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল তথ্যের সত্যতা যাচাই করতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম ‘Reuters’-এর ওয়েবসাইটে ২০১৯ সালের ৭ জুন প্রকাশিত “After waiting for decades, Muslims in Athens finally get a mosque” শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।
রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানা যায়, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এথেন্সে প্রথম সরকারি মসজিদ উদ্বোধন করার হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় প্রশাসন । যদিও গ্রিসের অন্যান্য অঞ্চলেও মসজিদ রয়েছে, রাজধানী এথেন্সে ১৮৩৩ সালে অটোমান শাসনের অবসানের পর থেকে কোনো আনুষ্ঠানিক মসজিদ ছিল না। পূর্বে যেসব মসজিদ ছিল, সেগুলোও পরে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। এথেন্সে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা প্রথম শুরু হয় ১৮৯০ সালে সংসদীয় আইনের মাধ্যমে, কিন্তু ২০০৪ সালের অলিম্পিকসহ বিভিন্ন সময়ের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।
পরবর্তীতে, কাতারভিত্তিক গণমাধ্যম ‘AL Jazeera’-এর ওয়েবসাইটে ২০২০ সালের ৩ নভেম্বর প্রকাশিত “Athens finally gets a mosque” শিরোনামের একটি প্রতিবেদনের তথ্য মতে, দীর্ঘ ১৪ বছরের জটিলতা ও প্রশাসনিক বিলম্বের অবসান ঘটিয়ে ২০২০ সালের ২ নভেম্বর গ্রিসের রাজধানী এথেন্সে প্রথম মসজিদটি উদ্বোধন করা হয়। সেদিন সন্ধ্যায় এই মসজিদে প্রথম নামাজ আদায় করা হয়। এই মসজিদের উদ্বোধনের পূর্বে এথেন্স ছিলো ইউরোপীয় ইউনিয়নের একমাত্র মসজিদবিহীন রাজধানী ।
উল্লেখ্য, গ্রিসের এথেন্স শহরে আগে কোনো আনুষ্ঠানিক মসজিদ না থাকলেও মুসলিমদের নামাজ আদায়ের অনুমতি ছিল। মসজিদের অনুপস্থিতিতে মুসল্লিরা বিভিন্ন অস্থায়ী স্থানে ও ঘরোয়া পরিবেশে নামাজ আদায় করতেন।
সুতরাং, গ্রিসের এথেন্স শহরে ২০২০ সালে ১৮০ বছর পর প্রথম মসজিদ নির্মাণের ঘটনাকে ভুলভাবে ‘গ্রিসে ১৮০ বছর পর নামাজ পড়ার অনুমতি পাওয়া’ বলে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
Our Sources
Reuters
Al Jazeera