বুধবার, এপ্রিল 24, 2024
বুধবার, এপ্রিল 24, 2024

HomeFact Checkএটি সিলেটের কোনো ব্রিজ ভেঙে পড়ার দৃশ্য নয়

এটি সিলেটের কোনো ব্রিজ ভেঙে পড়ার দৃশ্য নয়

সম্প্রতি সামাজিক বিনোদনমূলক ভিডিও-শেয়ারিং মাধ্যম টিকটকে একটি ব্রিজ ভাঙ্গার দৃশ্য শেয়ার করে সিলেটের ঘটনা দাবিতে প্রচার করা হয়। প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে

@mr.muhibrsylhet14

কেন নিয়তির কাছে বারে বারে #কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, #সিলেটের মানুষ আল্লাহর কান্না, #প্লিজ এই ভিডিওটা সবাই শেয়ার করে দিন

♬ original sound – ♣♣আমি সেই আরিয়ান★★

ভাইরাল এই ভিডিওটি প্রায় ৭১ হাজার লাইক এবং ৯ লাখ বার দেখা হয়েছে।

নিউজচেকার যাচাই করে দেখেছে ভাইরাল ভিডিওটি সিলেটে ঘটা কোনো ঘটনার নয়।

Fact Check/ Verification

ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম SBS News এর টুইটার অ্যাকাউন্টে ২০২১ সালের ৫ এপ্রিলে প্রকাশিত একটি টুইটে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে ইন্দোনেশিয়ার মূলধারার সংবাদমাধ্যম ট্রিবিউন নিউজের ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ৫ এপ্রিলে প্রকাশিত ভিডিও পাওয়া যায়।

মূলত এটি ২০২১ সালের এপ্রিলে ইন্দোনেশিয়ার পূর্ব সুম্বা রিজেন্সিতে কাম্বানিরু নদীতে অবস্থিত পুরানো সেতুটি বন্যায় ভেঙে পড়ার দৃশ্য।

এর আগে একই ভিডিওটি ভারতে আসামের ব্রিজ ভেঙ্গে পড়া দাবিতে ছড়িয়ে পরলে নিউজচেকার কলকাতা বিষয়টি যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে।

Read More: মাহি বাজাজ বাঁধের ভিডিওকে ফারাক্কা বাঁধ খুলে দেয়ার ভিডিও দাবিতে প্রচার

Conclusion

ইন্দোনেশিয়ায় পূর্ব সুম্বা রিজেন্সিতে কাম্বানিরু নদীতে অবস্থিত পুরানো একটি সেতু বন্যায় ভেঙে পড়ার ভিডিওকে বাংলাদেশে সিলেটে ব্রিজ ভেঙে পড়ার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular