Claim– খালেদা জিয়া বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছেন
Fact– শর্ত জুড়ে দেয়ায় খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাননি
‘খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেয়া হলো’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। এসব ভিডিওতে দাবি করা হয় যে, চাপে পড়ে আওয়ামী লীগ, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দিতে বাধ্য হয়েছে। ভাইরাল পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। পোস্টের স্ক্রিনশট দেখুন এখানে-
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/ Verification
গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে জানা যায় যে, খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির দাবিতে ভাইরাল পোস্টগুলো মিথ্যা। বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার গুঞ্জন উঠলেও আওয়ামী লীগের পক্ষ থেকে শর্ত জুড়ে দেয়ায় বেগম জিয়াকে বিদেশে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক শর্ত মেনে বিদেশে চিকিৎসা নিতে যাবেন না বেগম খালেদা জিয়া। এ ব্যপারে বেগম জিয়াও স্পষ্ট করে বলে দিয়েছেন, “গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নেই, কোনো শর্ত মেনে আমি কোথাও যাব না।” প্রতিবেদন দেখুন এখানে- দ্যা ডেইলি স্টার, কালের কণ্ঠ ও বণিক বার্তা।
এছাড়াও ভাইরাল ভিডিওতে আইনমন্ত্রী এমন কোন মন্তব্য করেননি। ভিডিওটি দেশ টিভি নিউজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ৫ দিন আগে আপলোড করা হয়েছে। যেখানে আইনমন্ত্রী বলছেন যে বেগম খালেদা জিয়া’র ভাইয়ের করা আবেদনটির প্রেক্ষিতে আইনী মতামত দেয়ার জন্য তাদের কাছে আইনমন্ত্রণালয়ে পাঠানো হয়েছিলো। তারা প্রয়োজনীয় মতামত দিয়ে সেই আবেদন আইনমন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন। মুল ভিডিওটি দেখুন এখানে- দেশ টিভি নিউজ।
দীর্ঘদিন যাবত বেগম খালেদা জিয়া গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে কারাবন্দী হওয়ার দুই বছর পর ২০২০ সালে ২৫শে মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করা হয় বেগম খালেদা জিয়ার। গত ৯ই আগস্ট থেকে গুরুতর অসুস্থ তিনি। ভুগছেন লিভার জটিলতার পাশাপাশি নানা ধরনের বার্ধক্যজনিত রোগে। তার প্রধান চিকিৎসক জানান লিভার সিরোসিস ও কিডনি জটিলতা থেকে সুস্থ করে তুলতে তাঁকে (খালেদা জিয়াকে) বিদেশ নিয়ে যাওয়া জরুরী। এরপর থেকেই মুলত তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যপারটি সামনে আসে। এই প্রেক্ষিতে খালেদা জিয়ার ভাই শামিম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর সাথে কথা বলেন ২৫ই সেপ্টেম্বর। (প্রথম আলো)।
পরবর্তীতে রোববার আইনমন্ত্রণালয় থেকে বিদেশে নিয়ে যাওয়ার আবেদনের জবাবে নেতিবাচক মতামত দেয়া হয় আইনমন্ত্রণালয় থেকে। অর্থাৎ তার বিদেশ যাওয়ার আবেদন খারিজ করা হয়। (বিবিসি বাংলা)।
এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয়েস অব আমেরিকাকে দেয়া একটি সাক্ষাতকারে উল্লেখ করেন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতেই হয়, তাহলে তাকে জেলে ফিরে যেতে হবে, সেখান থেকে নতুন করে আবেদন করতে হবে। যদি আদালত রায় দেয় সেক্ষেত্রে যেতে পারবে। দ্যা ডেইলি স্টার।
Conclusion :
অতএব, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার অনুমতি পাওয়ার সংবাদটি সত্য নয়।
Result: False
Our Sources:
দ্যা ডেইলি স্টার, কালের কণ্ঠ ও বণিক বার্তা। দেশ টিভি নিউজ বিবিসি বাংলা
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন