বুধবার, সেপ্টেম্বর 11, 2024
বুধবার, সেপ্টেম্বর 11, 2024

HomeFact CheckFact Check: না, এটি হামাস যোদ্ধাদের প্যারাসুটের মাধ্যমে ইসরাইলে অবতণের ভিডিও নয়

Fact Check: না, এটি হামাস যোদ্ধাদের প্যারাসুটের মাধ্যমে ইসরাইলে অবতণের ভিডিও নয়

Claim
Real pubg By Palestine
Fact
এটি মিশরের মিলিটারি একাডেমির ট্রেনিং এর একটি পুরোনো ভিডিও

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্যারাশুটের মাধ্যমে অবতরণের একটি ভিডিওকে প্রচার করে দাবি করা হয়েছে ইসরায়েলে হামাসের যোদ্ধাদের প্যারাসুটের মাধ্যমে অবতরণ করছে পাবজি গেম স্টাইলে। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

হামাস
Screenshot taken from TikTok/@rafi_talukder

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে  @ahmedsaied41 নামের একটি টিকটক আইডিতে মিশর হ্যাশট্যাগে গত ২১ এবং ২৪ সেপ্টেম্বর প্রচারিত হবুহু ভিডিও খুঁজে পাওয়া যায়। 

@ahmedsaied41 #egypt ♬ افتح الطريق – Drosi mikanam
@ahmedsaied41

بوشنكي فرع الشيرتون

♬ original sound – ﮼الامير🤴🏻

ভিডিওটি পর্যালোচনা করে একটি বিল্ডিং এ থাকা আরবী লেখাকে অনুবাদ করে দেখা যায় মিলিটারি কলেজ লিখা রয়েছে। পরবর্তীতে, হ্যাশট্যাগ এবং মিলিটারি কলেজ সহ একাধিক কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে মিশর মিলিটারি একডেমির বিল্ডিং এর সাথে সাদৃশ্যতা পাওয়া যায়। 

Image created by Newschecker

উক্ত ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁজে না পাওয়া গেলেও বেশকিছু সামরিক হেলিকপ্টার এবং বিমানকে সামরিক মহড়া দিতে দেখা যায়। 

Read More: না, ভিডিওর এই ব্যক্তিটি মোহাম্মদ বিন মুরসাল নয় 

Conclusion

মিশরের মিলিটারি একাডেমির একটি পুরোনো ভিডিওকে ইসরায়েলে হামাসের যোদ্ধাদের প্যারাসুটের মাধ্যমে অবতরণের ভিডিও দাবিতে টিকটকে প্রচার করা হচ্ছে।

Result: False

Our Sources 
Video published by TikTok user @ahmedsaied41 on 21 September 2023
Video published by TikTok user @ahmedsaied41 on 24 September 2023
Egypt Military Academy Google Maps


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular