বুধবার, অক্টোবর 16, 2024
বুধবার, অক্টোবর 16, 2024

HomeUncategorized @bnFact check: ভাইরাল অডিওটি সাবমারসিবল টাইটান এর সর্বশেষ অডিও নয়

Fact check: ভাইরাল অডিওটি সাবমারসিবল টাইটান এর সর্বশেষ অডিও নয়

Claim- “সাবমার্সিবল টাইটান থেকে পাওয়া সর্বশেষ অডিও।”
Fact-  ভাইরাল অডিওটি টাইটান থেকে আসা সর্বশেষ অডিও নয়, বর ং এটি একটি ভিডিও গেমের ফ্যান মেইড মিউজিক। 

গত জুন মাসের শেষে ঘটে যায় এক ভয়াবহ দূর্ঘটনা। ওশানগেট এক্সপেডিশন কোম্পানির একটি ট্যুরিস্ট সাবমার্সিবল টাইটান তার যাত্রাকালীন অবস্থায় আটলান্টিক সাগরের তলদেশে বিস্ফোরিত হয়। এর জের ধরে, “সাবমার্সিবল টাইটান থেকে পাওয়া সর্বশেষ অডিও” দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি অডিও-ভিডিও ভাইরাল হয়। দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-

screenshot of viral post says the last recorded audio of Titan
courtesy: TikTok/ User

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা। 

Fact check/ Verification: 

অডিও ক্লিপটির নির্দিষ্ট অংশের শব্দগুলো ‘মাইকেল, ডোন্ট লিভ মি হেয়ার’ ধরে গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে দেখা যায় যে ভাইরাল অডিওটি টাইটান থেকে পাওয়া সর্বশেষ অডিও নয়, বরং @SquimpusMcGrimpus নামক একটি ইউটিউব চ্যানেলে Finale শিরোনামে বেশ কয়েকটি অডিও ক্লিপের একটি সংকলন পাওয়া যায় যা আজ থেকে ২ বছর আগে আপলোড করা হয়। ইউটিউবে থাকা অডিও সিরিজটির ২ঃ৪১ সেকেন্ডের ক্লিপ-এ ভাইরাল ‘মাইকেল ডোন্ট লিভ মি হেয়ার’ অডিওটি শুনতে পাওয়া যায়। 

Original source of the viral audio
courtesy: Youtube/@Squimpus McGrimpus

উক্ত কি-ওয়ার্ড সার্চ করে ইন্টারনেট থেকে জানা যায় এটি ‘ফাইভ নাইট এ্যাট ফ্রেডি’স’ নামক একটি হরর গেইমের ফ্যান মেইড একটি অডিও। দেখুন এখানে। ভিডিও গেইমটি সম্পর্কে জানুন এখানে- fivenightsatfreddys3.com/। 

এর আগে গত ১৮ই জুন টাইটান নামের সাবমারসিবলটি আটলান্টিক মহাসাগরের তলদেশে হারিয়ে যায়। সাবমারসিবলটি আটলান্টিকের তলদেশে বিশেষ করে টাইটানিকের ধ্বংসাবশেষ এর স্পটে ট্যুরের কাজে ব্যবহৃত হতো। ওশানগেইট এক্সপেডিশন নামের একটি কোম্পানি এর কার্যক্রম পরিচালনা করতো। ইউ এস কোস্ট গার্ড ২২ জুন এর ধ্বংসাবশেষ পাওয়ার ঘোষণা দেয়। বলা হয় একটি বিস্ফোরনের দরুন টাইটান সাবমার্সিবলটি তার ৫ আরোহী সহ বিলীন হয়ে যায়।

Conclusion: 

সুতরাং, ভাইরাল অডিওটি টাইটান থেকে পাওয়া সর্বশেষ রেকর্ডিং নয় বরং একটি ভিডিও গেমের ফ্যান মেইড অডিও সিরিজ। 

Result: False

Our Sources:
Finale– the main source of the viral audio
fivenightsatfreddys3.com/– related video game
U.S. Coast  Guard 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular