মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024

HomeFact Checkপুরুষ সমকামিদের যৌনসঙ্গী কমানোর কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশের সংবাদ মাধ্যমে...

পুরুষ সমকামিদের যৌনসঙ্গী কমানোর কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশের সংবাদ মাধ্যমে ছড়ালো ‌ভুল‌ তথ্য

বিশ্বে মাঙ্কিপক্সের সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতে বুধবার ২৭শে জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবাদ সম্মেলনে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা, এবং কি করা যেতে পারে সে বিষয়ে বক্তব্য দেন, সংস্থাটির  প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় তার বক্তব্য। 

সংবাদগুলোর শিরোনামে বলা হয়, সমকামিতায় লাগাম টানার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংবাদগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

Screenshot Banglanews24

বাংলানিউজ২৪.কমএর ফেসবুক পোস্টটি দেখুন এখানে। ফেসবুক পোস্টটি মাত্র দুই ঘন্টার মধ্যে প্রায় ৯ হাজারের বেশি  ফেসবুক ব্যবহারকারি তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

Screenshot Banglanews24 Facebook Post
Screenshot Crowdtangle

নিউজচেকার যাচাই করে দেখেছে, সংবাদ শিরোনামে ভুল তথ্য দেয়া হয়েছে। 

Fact Check/ Verification

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবাদ সম্মেলন নিয়ে প্রকাশিত সংবাদগুলো বিস্তারিত পড়ার পর, সংস্থাটির অফিশিয়াল টুইটার আ্যাকাউন্টে, সংস্থাটির  প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুসর বক্তব্যটি পাই। তিনি বলেন, “পুরুষ সমকামিরা, যে পুরুষ অন্য পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে, এই মুহূর্তের জন্য, আপনার যৌন সঙ্গীর সংখ্যা হ্রাস করা, নতুন অংশীদারদের সাথে যৌন সম্পর্কে পুনর্বিবেচনা করুন।” (For men who have sex with men, this includes, for the moment, reducing your number of sexual partners, reconsidering sex with new partners.)

এই সম্পর্কিত টেড্রোসের  টুইটিতে বলা হয়, “এটি একটি প্রাদুর্ভাব যা বন্ধ করা যেতে পারে, যদি একটি দেশ, সম্প্রদায় এবং ব্যক্তিরা নিজেদেরকে অবহিত করে, ঝুঁকিগুলিকে গুরুত্ব সহকারে নেয় এবং সংক্রমণ বন্ধ করতে এবং দুর্বল গোষ্ঠীগুলিকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।”

Read More: এটি কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে বিক্ষোভের ভিডিও নয়

দ্যা গার্ডিয়ানে প্রকাশিত সংবাদ শিরোনামে বলা হয়, WHO প্রধান ঝুঁকিপূর্ণ পুরুষদের যৌন সঙ্গীর সংখ্যা কমানোর পরামর্শ দিয়েছেন। এছাড়াও, সংবাদে আরও বলা হয়, বিশ্বব্যাপী এমন জরুরি অবস্থায় সমকামি পুরুষদের সম্বোধন করে পরামর্শ দেয়া হয়েছে যে, তারা যেন যৌন সম্পর্কে যাওয়ার আগে নিজেরদের নিরাপত্তা যাচাই করে নেন।

Screenshot The Guardian

আলজাজিরা এবং ইয়াহুতে (Yahoo) প্রকাশিত সংবাদেও, একই বক্তব্য তুলে ধরা হয়।

সমকামি
Screenshot Yahoo News

Conclusion

ডব্লিওএইচও (WHO) সমকামিতা রোধ করার আহ্বান নয়, মাঙ্কিপক্সকে রোধ করার বিষয়ে সমকামি পুরুষদের যৌনসঙ্গী কমানোর পরামর্শ দিয়েছেন ডব্লিওএইচও প্রধান।

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular