শনিবার, এপ্রিল 27, 2024
শনিবার, এপ্রিল 27, 2024

HomeFact CheckFactcheck: মির্জা ফখরুলের কারাগার থেকে ছাড়া পাওয়ার দাবিতে পুরনো ভিডিও ভাইরাল

Factcheck: মির্জা ফখরুলের কারাগার থেকে ছাড়া পাওয়ার দাবিতে পুরনো ভিডিও ভাইরাল

Claim-DB কার্যালয় ঘেরাও করায় মির্জা ফখরুলকে ছেড়ে দিয়েছে আদালত
Fact-মির্জা ফখরুলের ছাড়া পাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয়

মির্জা ফখরুল ছাড়া পেয়েছেন গতকাল রাতে এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। দেখুন এখানে। গত ২৮শে অক্টোবর বিএনপির সমাবেশ চলাকালে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটে রাজধানীতে। সমাবেশ সম্পন্ন করার আগেই তা বন্ধ করতে হয় বিএনপির এবং পরের দিন ২৯ অক্টোবর হরতাল ডাকা হয়। সেদিন রাতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করেন। এর পরপরই একটি ভিডিও সংযোজন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয় ডিবির কার্যালয় ঘেরাও করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্ত করা হয়। 

মির্জা ফখরুলের মুক্তির দাবিতে ভাইরাল পোস্ট
কার্টেসিঃ টিকটক/ইউজার

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Factcheck/Verification

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মুক্তির দাবিতে গতকাল ভাইরাল হওয়া ভিডিওটির কি-ফ্রেম সার্চ-এর মাধ্যমে অনুসন্ধান করতে গিয়ে বাংলা ভিশন নিউজ২৪ ও সময় টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘এক মাস পর জামিনে মুক্তি পেলেন মির্জা ফখরুল’ শিরোনামে একটি ভিডিও খুজে পাই। দেখুন এখানে- সময়টিভিBVNEWS24. চ্যানেলগুলোতে থাকা ভিডিওটি ভাইরাল ভিডিওর সাথে সম্পুর্ন সাদৃশ্যপূর্ণ। 

বাংলা ভিশনে ৯ মাস পুরনো ভাইরাল ভিডিওর ফুটেজ
কার্টেসিঃ ইউটিউব/বাংলাভিশন
সময়টিভিতে ৯ মাস পুরনো ভাইরাল ভিডিওর ফুটেজ
কার্টেসিঃ ইউটিউব/সময়টিভিতে

এর আগে গত ২৮শে অক্টোবর নয়া পল্টনে বিএনপি সমাবেশের ডাক দেয়। সমাবেশ শুরু হওয়ার আগে থেকেই চলছিলো নানা আশঙ্কা ও অনিশ্চয়তা। সমাবেশের প্রাক্কালে রাজধানীর কাকরাইল এলাকায় বিরোধী দলের কর্মী ও পুলিশের সাথে সংঘর্ষ হয়। এর কিছুক্ষণ পরে সমাবেশ চলাকালীন  অবস্থায় মাঝপথেই বিএনপিকে পুলিশের হস্তক্ষেপের কারণে সমাবেশ স্থগিত করতে হয়। সমাবেশে থাকা অবস্থায়ই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরের দিন তথা ২৯শে অক্টোবর সারাদেশে হরতালের ডাক দেন। সমাবেশের পরের দিন তথা ২৯শে অক্টোবর বিএনপির বিভিন্ন নেতাদের বাসায় অভিযান চালানো হয় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সকাল ৯ঃ৩০ -এ তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। গতকাল রাতেই তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়। আরও প্রতিবেদন দেখুন এখানে- বিএনপি-ইউটিউব, চ্যানেলআই। 

ভাইরাল ভিডিওটির উৎস খুজতে গিয়ে কি-ওয়ার্ড সার্চ-এর মাধ্যমে জানা যায় গত বছর ৭ই ডিসেম্বরে নয়া পল্টনে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের জের ধরে করা মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ৮ই ডিসেম্বর গ্রেফতার করে পুলিশ। তার প্রায় এক মাস পর ৯ই জানুয়ারি, ২০২৩ইং জামিনে উভয়ই মুক্তি পান। মুক্তি পেয়ে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা করার সময়কার ভিডিওটিই টিকটকে ব্যবহার করে গতকালের মামলায় মির্জা ফখরুল মুক্তি পান বলে প্রচার করা হচ্ছে।

Conclusion

সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়। 

Result: False

Our Sources: 
সময়টিভিBVNEWS2্‌ বিএনপি-ইউটিউব, চ্যানেলআই


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular