মঙ্গলবার, এপ্রিল 16, 2024
মঙ্গলবার, এপ্রিল 16, 2024

HomeFact Checkএটি কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে বিক্ষোভের ভিডিও নয়

এটি কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে বিক্ষোভের ভিডিও নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, একটি বিক্ষোভ-মিছিলের লাইভ ভিডিও স্ট্রিম করে দাবি করা হয় “জুমার নামাজ এর পর কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে হেফাজত”। 

কারাবন্দী

Elias Hossain নামের একটি ফেসবুক পেজ হতে প্রচারিত লাইভ ভিডিওটিকে প্রায় ৫৪ হাজার লাইক, আড়াই হাজার কমেন্ট এবং প্রায় ১০ হাজার বার শেয়ার করা হয়েছে। 

নিউজচেকার যাচাই করে দেখেছে, ভিডিওটি কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের নয় বরং এটি একটি ভিন্ন ঘটনার ভিডিও। মূলত, ২০২১ সালের ২৬ মার্চ মোদী-বিরোধী বিক্ষোভে অংশ নেয়া মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে ২৮ মার্চ হেফাজতে ইসলাম হরতালের একটি ভিডিও। 

Read More: তিন দিন সারাদেশে বিদ্যুৎ না থাকার খরবটি গুজব

কারাবন্দী আলেম কারা? 

গত বছর মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করাকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে হেফাজতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর সহিংসতার বিভিন্ন মামলায় হেফাজতের নেতা-কর্মীরা গ্রেপ্তার হন। সেসময় হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেফতার হওয়া আলেমদের কারাবন্দী আলেম বুঝানো হয়

Fact Check/ Verification

ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, Nazmul Hasan Chowdhury নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৭ মার্চে “হেফাজতের হরতালে পূর্ণ সমার্থন জানিয়ে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ইসলামী আন্দোলন” শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, ভিডিওটির সূত্র ধরে বিভিন্ন কিওয়ার্ড সার্চের মাধ্যমে দেশীয় মূলধারার সংবাধমাধ্যম কালেরকন্ঠ এবং যুগান্তরে সেসময়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Conclusion

২০২১ সালের ভিন্ন একটি বিক্ষোভের ভিডিওকে কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে একটি দলের সাম্প্রতিক বিক্ষোভের ভিডিও দাবিতে ফেসবুকে লাইভ সম্প্রচার করা হয়েছে। 

Result – False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular