সোমবার, সেপ্টেম্বর 16, 2024
সোমবার, সেপ্টেম্বর 16, 2024

HomeFact CheckFact Check: বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীর বক্তব্য শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কান্নার দাবিতে...

Fact Check: বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীর বক্তব্য শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কান্নার দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা 

Claim
বিতর্ক প্রতিযোগিতার এই শিক্ষার্থীর বক্তব্য শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কান্না করেন 
Fact
বিতর্ক প্রতিযোগিতার উক্ত মেয়ে শিক্ষার্থীর বক্তব্যের সময়ে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন না এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিন্ন একটি অনুষ্ঠানের ভিডিও উক্ত শিক্ষার্থীর ভিডিওর সাথে যুক্ত করে প্রচার করা হয়েছে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একজন মেয়ে শিক্ষার্থীর বিতর্ক প্রতিযোগিতায় দেওয়া বক্তব্যের ভিডিও এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি আবেগঘন মুহুর্তের ভিডিও পাশাপাশি দিয়ে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী উক্ত বিতার্কিকের বক্তব্য শুনে কান্না করেছেন। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

বিতর্ক

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

দাবিটির সত্যতা যাচাই করতে বিতর্ক প্রতিযোগিতার ভিডিওটি হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Debate for Democracy এর ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১৫ আগস্ট Bitorko Bikash Grand Final-2014 Bajrajogini J.K.High School VS Agran High School শিরোনামে প্রকাশিত মূল ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওর বিবরণী হতে জানা যায় এটি দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত বেসকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা “বিতর্ক বিকাশ” ২০১৪ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠান। উক্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

Read More: বিএনপি নেত্রী রুমিন ফারহানা অসুস্থ দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা

তাছাড়া, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আবেগঘন মুহুর্তের ক্লিপটি গণমাধ্যম NEWS24 এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ এপ্রিল “কান্নায় ভেঙে পড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শিরোনামে প্রকাশিত মূল ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিও হতে জানা যায় একজন নারী তার বাবার সম্পদ ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কান্নারত অবস্থায় অনুরোধ করলে প্রধানমন্ত্রী সেই জমি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন এবং প্রধানমন্ত্রীকে সেসময়ে অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায়। 

Conclusion 

ভিন্ন দুই ঘটনার ভিডিও ইডিট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতর্ক প্রতিযোগিতায় একটি মেয়ের বক্তব্য শুনে কান্না করেছেন দাবিতে টিকটকে প্রচার করা হয়েছে।  

Result: False

Our Sources
Debate for Democracy
NEWS24 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular