শনিবার, ডিসেম্বর 14, 2024
শনিবার, ডিসেম্বর 14, 2024

HomeFact Checkআফগান ক্রিকেটার রশিদ খানের টুইট দেশের শান্তি কামনায়

আফগান ক্রিকেটার রশিদ খানের টুইট দেশের শান্তি কামনায়

সম্প্রতি টিকটকে ভাইরাল হয় আফগান ক্রিকেটার রশিদ খানের একটি টুইট। দাবী করা হয়, আফগানিস্তান তালেবান নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় রশিদ খান স্বস্তি ফিরে পেয়েছেন বলে টুইট করেছেন। ১০ সেকেন্ডের এই ভিডিওটিতে ব্যবহার করা হয় রশিদ খানের একটি ছবি, যেখানে তাকে প্রার্থনারত অবস্থায় দেখা যায়।

১৬ই আগস্ট টিকটকের একটি অ্যাকাউন্ট থেকে রশিদ খান মরুভূমিতে সূর্যাস্তের সময় মোনাজাত করছেন এমন একটি ছবির উপরে সেই টুইটটি ফটোশপ করে আপলোড করা হয় এই ভিডিও। বর্ণনায় লেখা, ‘আলহামদুলিল্লাহ্ নিজ দেশে আবারও স্বস্তি ফিরে পেয়ে শান্তির বার্তা জানালেন আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান।’ কিছু সময়ের ব্যবধানে ভাইরাল হয় এই টিকটিক ভিডিওটি।

Fact Check/Verification

প্রায় দুই দশক পরে ১৫ই আগস্ট তালেবানরা কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তান নিয়ন্ত্রণ ফিরে পায়। আফগান লেগ স্পিনার রশিদ খান একই দিনে তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে দেশটির শান্তি প্রার্থনা করে এই টুইটটি করেন।

আফগান ক্রিকেটার রশিদ খান এর টুইটের ভুল ব্যাখ্যা দিয়েছে টিকটকের একটি ভিডিও

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দেশটির বিমানবন্দরের চিত্র। তালেবান শাসনের ভয়ে, সাধারন আফগানরা দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। এপিনিউজ, দ্যা গার্ডিয়ান, এনডিটিভি, ইন্ডিয়া টুডে সহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং স্থিরচিত্রে দেখা যায়, প্রাণের ভয় ত্যাগ করে চলন্ত বিমানের সাথে দৌড়াচ্ছে কয়েকশত আফগান নাগরিক। 

Screenshots taken from India Today and NDTV

এমন অবস্থায়, দেশটির টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্ট খেলতে ইংল্যান্ডে। এবং তার পরিবার কাবুলে। ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন স্কাই স্পোর্টসকে জানিয়েছেন, আফগানিস্তানে নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রশিদ খান। পরিবারকে দেশের বাইরে নিতে পারেননি রশিদ খান। পিটারসেন বলেন, ‘আমাদের মধ্যে কথা হয়েছে এবং সে দুশ্চিন্তায় আছে। পরিবারকে সে আফগানিস্তান থেকে বের করতে পারেনি।’ এই বিষয়ে খবর প্রচার করে ভারতের এনডিটিভি স্পোর্টস, ও বাংলাদেশের প্রথমআলো সহ বিভিন্ন সংবাদমাধ্যম।

আফগান ক্রিকেটার রশিদ খানের ২
Screenshot taken from Prothom Alo

তারও আগে রশিদ খান ১০ই আগস্ট টুইটারের মাধ্যমে বিশ্বনেতাদের অনুরোধ করেন, আফগানিস্তানকে বিশৃঙ্খলায় ফেলে রেখে না যেতে। যদিও খুবই অল্প সময়ের ব্যবধানে আফগানিস্তান দখল করে নেয় তালেবান।

আফগানিস্তানের স্বাধীনতা দিবস ১৯ আগস্টে, এই ক্রিকেট তারকা নিজ টুইটার অ্যাকাউন্ট থেকে শান্তিপূর্ণ, উন্নত, এবং ঐক্যবদ্ধ আফগান জাতির জন্য প্রার্থনা করেন।

রশিদ খানের বিভিন্ন টুইট পর্যালোচনা করে দেখা যায়, তিনি দেশটির জন্য শুধু শান্তি চান। ভাইরাল হওয়া টুইটটি আফগানিস্তানের শান্তি প্রার্থনা করে, তালেবান ক্ষমতা দখল করায় স্বস্তি ফিরে পাবার না।

Conclusion

এই টিকটক ভিডিওটি আফগান ক্রিকেটার রশিদ খানের টুইটটির ভুল ব্যাখ্যা দিয়েছে। যদিও, এই ভিডিওটির তালেবানের সাথে সম্পর্ক বিষয়গত, এবং উপলব্ধি ভিত্তিক। 

Result: Misleading/ Partly False

Our Sources

Rashid Khan’s Official Twitter Account: https://twitter.com/rashidkhan_19/status/1426857949012582400 https://twitter.com/rashidkhan_19/status/1425057234300641317 https://twitter.com/rashidkhan_19/status/1428282941088673794

NDTV: https://www.ndtv.com/world-news/video-1-plane-thousands-in-queue-in-desperate-scenes-at-kabul-airport-2511321

NDTV Sports: https://sports.ndtv.com/cricket/rashid-khan-worried-cant-get-his-family-out-of-afghanistan-kevin-pietersen-2511521

India Today: https://www.indiatoday.in/world/video/kabul-airport-afghanistan-taliban-us-air-force-jet-1841500-2021-08-16

apnews: https://apnews.com/article/afghanistan-taliban-784681c4400b097cf73b93cec34c5c61

Prothom Alo


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular