বুধবার, সেপ্টেম্বর 11, 2024
বুধবার, সেপ্টেম্বর 11, 2024

HomeFact CheckFact check: বেনজির আহমেদ এর গ্রেফতারের বিষয়টি গুজব  

Fact check: বেনজির আহমেদ এর গ্রেফতারের বিষয়টি গুজব  

Claim- বেনজির আহমেদকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করেছে ডিবি
Fact- সাবেক আইজিপি বেনজির আহমেদ এর বিরুদ্ধে কোন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় নি

বেনজির আহমেদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে গ্রেফতার করা হয় দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও প্রচার করা হচ্ছে। একটি পোস্টে বলা হচ্ছে বেনজির আহমেদকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে ছিলো সাইবার নিরাপত্তা আইনে মামলা ও সার্চ ওয়ারেন্ট। পোস্টগুলো দেখুন এখানে এখানে।  পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন-

ss of the viral post taken from TikTok
ss of the viral post taken from FB

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

বেনজির আহমেদ, পুলিশের সাবেক আইজিপি’র গ্রেফতার হওয়ার বিষয়টির সত্যতা যাচাই করতে গুগল কি-ওয়ার্ড সার্চ করে জানা যায় বেনজির আহমেদ বর্তমানে একজন অবসরপ্রাপ্ত পুলিশের সাবেক আইজিপি। গত ২২ সেপ্টেম্বর ২০২২ সালে তার অবসরের বিষয়টি নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। এবং বর্তমানে তার গ্রেফতার হওয়ারও কোন সংবাদ পাওয়া যায় নি। প্রতিবেদন দেখুন এখানে- প্রথম আলো, দ্যা ডেইলি স্টার , জন নিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন। 

notice of retirement of IGP Benjir Ahmed from Home Ministry
courtesy: Internet/Ministry of Home Affairs

সম্প্রতি গত ৩১শে মার্চ ও ২ এপ্রিল,২০২৪ তারিখে জাতীয় দৈনিক কালের কণ্ঠ থেকে যথাক্রমে ‘বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ’ ও ‘বোনের জমিতে বেনজিরের রিজোর্ট’ শিরোনামে বেনজির আহমেদকে নিয়ে দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বেনজির আহমেদের বিশাল ঐশ্বর্যের প্রতিচ্ছবি তুলে ধরা হয়।

Firts investigation report of Benjir’s corruption
courtesy: Kalekantha
Second investigation report of Benjir’s corruption
courtesy: Kalekantha

বেনজির আহমেদ এই দু’ই প্রতিবেদন নিয়ে বেশ সমালোচনার মুখোমুখি হন। হাইকোর্টে বেনজির আহমেদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চেয়ে একটি রিট আবেদন করা হয়। পরবর্তীতে হাইকোর্টের একটি বেঞ্চ দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি চেয়ে দুদককে আদেশ দেয়। প্রতিবেদন দেখুন এখানে- দ্যা ডেইলি স্টারপ্রথম আলো। 

reports: High Court orders Anticorruption Burea to submit progress report of Benjir’s Corruption
The Daily Star

তিনি উক্ত অভিযোগের বিপরীতে ব্যক্তিগতভাবে নিজের অবস্থান তুলে ধরেন। ভিডিও দেখুন এখানে- এটিএন বাংলাদেশ টিভি। বক্তব্যে বেনজির আহমেদ তার বিরুদ্ধে উঠে আসা সকল অভিযোগকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেন। 

অপরদিকে টিকটকে ব্যবহৃত ভিডিওতে যমুনা টিভির একটি ভিডিও ফুটেজ ব্যবহার করে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে গুলশানের বাসা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে বেনজির আহমেদকে। তার বিরুদ্ধে ছিলো সাইবার নিরাপত্তা আইনে মামলা ও সার্চ ওয়ারেন্ট। 

রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে জানা যায় যমুনা টিভির ভিডিও ফুটেজটি গত ৯ই ডিসেম্বর, ২০২৩ সালে যমুনা টিভি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করে। প্রতিবেদনের শিরোনাম ছিলো, ‘আলোচিত ব্যবসায়ী আদম তমিজি হক গ্রেফতার।’

প্রতিবেদন থেকে জানা যায় গত ৯ই ডিসেম্বর আদম তমিজি হককে গ্রেফতার করা হয় তার গুলশানের বাসভবন থেকে। এছাড়াও প্রতিবেদনে থাকা তথ্যগুলোর কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে আদম তমিজি হকের গ্রেফতার নিয়ে বেশ কিছু প্রতিবেদন পাওয়া যায় যার তথ্য হুবহু টিকটকে ব্যবহৃত ফুটেজের সাথে সাদৃশ্যপূর্ণ। প্রতিবেদন দেখুন এখানে- বাংলাদেশ জার্নালযুগান্তর। 

Conclusion

অতএব, বেনজির আহমেদ এর গ্রেফতারের বিষয়টি সঠিক নয়, কেবলই গুজব। ভাইরাল ভিডিও ফুটেজটি ব্যবসায়ী আদম তমিজি হকের যা গত বছর ডিসেম্বরের ঘটনা। 

Result: False

Our Sources:

Our Sources:
Newschecker’s Own Analysis


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular