মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024

HomeFact CheckFact check: নেদারল্যান্ড আদালত কর্তৃক বাংলাদেশি ৯ কর্মকর্তার উপর মামলার দাবিটির সত্যতা...

Fact check: নেদারল্যান্ড আদালত কর্তৃক বাংলাদেশি ৯ কর্মকর্তার উপর মামলার দাবিটির সত্যতা কতটুকু?

Claim
নেদারল্যান্ডে আন্তর্জাতিক আদালতে মামলা হলো যাদের নামে
Fact
নেদারল্যান্ড জুডিসিয়াল সিস্টেম বা আন্তর্জাতিক অপরাধ আদালতে উল্লিখিত ব্যক্তিদের নামে কোন মামলার প্রতিবেদন বা হদিস পাওয়া যায় নি। 

‘নেদারল্যান্ড এর আন্তর্জাতিক আদালতে মামলা রজ্জু হলো, শেখ হাসিনা প্রসাশনের মান-মর্যাদা তলানিতে নামিয়েছেন’ দাবিতে একটি পোস্ট টিকটকে ভাইরাল হয়। পোস্টটিতে ৯ জন সাবেক ও বর্তমান পুলিশ ও ডিবি কর্মকর্তার নাম ও ছবি উল্লেখ করা হয়েছে। এরা হলেন- হারুন-অর রশিদ(ডিবি প্রধান), চৌধুরী আব্দুল্লাহ আল মামুন(আইজিপি), মনিরুল ইসলাম (অতিরিক্ত আইজিপি), বেনজীর আহমেদ (সাবেক আইজিপি)ম প্রদীপ কুমার(সাবেক ওসি), আলেপ উদ্দিন(এ এস পি), বিপ্লব কুমার সরকার (যুগ্ন কমিশনার ডিএমপি), কৃষ্ণপদ রায়(কমিশনার সিএমপি), সৈয়দ নজরুল ইসলাম (ডিআইজি, ঢাকা রেঞ্জ) প্রমুখ। নিচে পোস্টটির একটি স্ক্রিনশট দেয়া হলোঃ- 

নেদারল্যান্ড

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা।  

Fact check/ verification

গুগল কি ওয়ার্ড সার্চ এর মাধ্যমে অনুসন্ধান করে দেখা যায় ভাইরাল পোস্টটিতে উল্লিখিত কর্মকর্তাদের মধ্যে নানা দায়ে অভিযুক্ত ও বিতর্কিত বেশ কিছু কর্মকর্তা থাকলেও এদের নামে নেদারল্যান্ড জুডিসিয়াল সিস্টেম বা আন্তর্জাতিক অপরাধ আদালতে কোন মামলার তথ্য মেলেনি। International Criminal Court Netherlands Judicial System.উল্লিখিত সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তাদের অধিকাংশই বিভিন্ন সময় খবরে ছিলেন, রয়েছে বিতর্ক। দেখুন এখানে- বিডি জার্নাল সাবেক আই জি পি বেনজীর আহমেদ ও  র‍্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৭ কর্মকর্তার উপর রয়েছে আমেরিকার নিষেধাজ্ঞা। দেখুন এখানে- প্রথম আলো। অপরদিকে ওসি প্রদীপ কুমার সাবেক অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ফাসির রায়ে দন্ডিত হয়েছেন- যুগান্তর। এছাড়াও অন্যান্য কর্মকর্তারা তাদের নিজ নিজ পেশাগত জায়গা থেকে বরাবরই ভালো কাজের জন্য সরকারের পক্ষ থেকে স্বীকৃত হয়েছেন নানা সময়ে। উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত এ লন্ডনভিত্তিক এক প্রতিষ্ঠান গের্নিকা-৩৭ চেম্বারস এর সহ প্রতিষ্ঠাতা টবি ক্যাডম্যান পুনরায় বাংলাদেশে বেসামরিক জনগণের উপর গুরুতর অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে বর্তমান সরকারের বিরুদ্ধে মামলা করেন। টবি ক্যাডম্যান এর আগেও ২০১৬ সালে এই মর্মে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে মামলা করেছিলেন যা পরবর্তীতে আইসিসি দ্বারা নাকচ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা জেনেছি বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করার চেষ্টা চলছে। আমরা এ বিষয়ে সজাগ আছি। যে ধরনের অভিযোগের কথা বলা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন। অতীতেও তা প্রমাণ হয়েছে। জামায়াতের অভিযোগ আমলে নেওয়া হয়নি। টবি ক্যাডম্যান বাংলাদেশ জামায়েত ইসলামকে আইনী সহায়তা দয়ে থাকেন। তবে এই মামলার অভিযোগে স্পষ্টত কোন কর্মকর্তার নাম উল্লেখ করে নি গের্নিকা-৩৭ চেম্বারস। দেখুন এখানে- কালের কণ্ঠ নিউজ২৪ Guernica37.  তবে আই সি সি’র পক্ষ থেকে এই ব্যাপারে এখনো কোন বক্তব্য আসে নি। নিউজচেকার-বাংলাদেশ-এর পক্ষ থেকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের সাথে সংশ্লিষ্ট বিষয়ে জানার মর্মে ই-মেইল প্রেরণ করা হয়েছে।  

Conclusion

সুতরাং, এই প্রতিবেদন প্রকাশ অবধি  উল্লিখিত র‍্যাব ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে নির্দিষ্টরূপে মামলা হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। 

Result: False

Our Sources
কালের কণ্ঠ
নিউজ২৪
Guernica37
International Criminal Court
Netherlands Judicial System
বিডি জার্নাল
প্রথম আলো 
যুগান্তর


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular