Claim
মোহাম্মদ বিন মুরসালের শিরোচ্ছেদ করার আগের ভিডিও
Fact
ভিডিওটি প্রায় ৯ বছর আগের সিরিয়া থেকে ফিরে আসা একজন ব্যক্তি সৌদী বিমানবন্দরে তার মায়ের সাথে দেখা করার
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে মোহাম্মদ বিন মুরসাল নামের এক যুবকের শিরোচ্ছেদ করার আগে আবেগঘণ মুহুর্তের ভিডিও দাবি করে বোরকা পরিহিত মহিলা এবং এক যুবকের কিছু ভিডিও প্রচার করা হয়। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেমকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক মিডিয়া সংস্থা এমবিসি এইট এর ইউটিউব চ্যানেলে ২০১৪ সালের ২৮ এপ্রিলে “The Eighth” brings together Umm Muhammad and her son Misfer, who returned from Syria” (অনুবাদিত) শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
ভিডিওর শিরোনাম হতে জানা যায় ভিডিওটি সিরিয়া থেকে ফিরে আসা একজন ব্যক্তি বিমানবন্দরে তার মায়ের সাথে দেখা করেছিলেন। পরবর্তীতে এর সূত্র ধরে সৌদি ভিত্তিক অন্য আরেকটি গণমাধ্যম Al Arabiya Arabic এ ২০১৪ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি হতে জানা যায়, সৌদি আরবের নাগরিক মুসফর মালিক সিরিয়ায় গিয়ে একটি জিহাদি দলে যোগ দেন। এরপর মুসাফরকে সৌদি আরবে আনার জন্য অভিযান চালানো হয়, মায়ের আবেদন দেখে মুসাফর দেশে ফিরে আসেন এবং বিমানবন্দরে মুসফর মালিক তার মা ও পরিবারের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়।
Read More: পাক বাহিনীর আত্মসমর্পণের ছবির সামনে দিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের যাওয়ার ছবিটি এডিটেড
উল্লেখ্য, সৌদি আরবের নাজরানের আল-রিজক পরিবারের সদস্য মোহাম্মদ বিন মুরসাল কয়েক বছর আগে মুইদ বিন আবদুল্লাহ বিন মোহসেন আল-ইয়ামিকে হত্যা করেছিলেন এবং হত্যার দায়ে গত ২০ সেপ্টেম্বরে মুরসালকে সৌদি আইন অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হয়।
Conclusion
সৌদি আরবের নাগরিক মুসফর মালিক এর সিরিয়া থেকে ফিরে আসার পুরোনো একটি ভিডিওকে মোহাম্মদ বিন মুরসাল এর শিরোচ্ছেদের আগ মুহুর্তের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
MBC Eight YouTube Channel
Report published on Al Arabiya Arabic on 2014
Report published on Our News on 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।