শনিবার, অক্টোবর 12, 2024
শনিবার, অক্টোবর 12, 2024

HomeFact CheckFact Check: পাক বাহিনীর আত্মসমর্পণের ছবির সামনে দিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের যাওয়ার ছবিটি...

Fact Check: পাক বাহিনীর আত্মসমর্পণের ছবির সামনে দিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের যাওয়ার ছবিটি এডিটেড 

Claim
ভারতের স্টেডিয়ামে ১৯৭১ সালে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশের কাছে আত্নসমর্পণ করার সেই ছবি দেয়ালে টাঙানো এবং ঠিক সেই ছবির সামনে দিয়ে পাকিস্তান দলের প্লেয়াররা হেঁটে যাচ্ছে
Fact
ছবিটি এডিটেড। মূলত পাকিস্তানি ক্রিকেটারদের হায়দ্রাবাদ এয়ারপোর্টে হেঁটে যাওয়ার সময়ের একটি ছবি এডিট করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের ছবিটি বসানো হয়েছে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং টিকটকে পাকিস্তানি ক্রিকেট দলের একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে ভারতের স্টেডিয়ামে ১৯৭১ সালে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশের কাছে আত্নসমর্পণ করার সেই ছবি দেয়ালে টাঙানো এবং ঠিক সেই ছবির সামনে দিয়ে পাকিস্তান দলের প্লেয়াররা হেঁটে যাচ্ছে। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

পাকিস্তানি

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেমকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম Zee News এ গত ২৭ সেপ্টেম্বরে “Cricket World Cup 2023: Pakistan Team Arrive In Hyderabad Ahead Of Warm Up Clash Against New Zealand” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot taken from Zee news website

প্রতিবেদন হতে জানা যায়, বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দল গত ২৭ সেপ্টেম্বর ভারতের হায়দ্রাবাদ এয়ারপোর্টে পৌছায়। হায়দ্রাবাদ এয়ারপোর্টে পাকিস্তানি ক্রিকেটারদের হেটে যাওয়ার মূল ছবিটিতে দেয়ালে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ কিংবা এমন কোনো ছবি দেখা যায়নি। 

Read More: ক্রিকেট নিয়ে দেশ এবং ধর্মকে জড়িয়ে মন্তব্যটি লিটন দাসের নয়

পরবর্তীতে, New Trends নামের একটি ইউটিউব চ্যানেলে একই দিনে প্রকাশিত পাকিস্তান ক্রিকেট দলে হায়দ্রাবাদ এয়ারপোর্টে হেটে যাওয়ার একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

অনুরূপ ভিডিওটিতেও দেয়ালের মাঝে এমন কোনো ছবি দেখা যায়নি। অর্থাৎ, সেই ছবিটি এডিটের মাধ্যমে বসানো হয়েছে। 

Image collaged by Newschecker

Conclusion

পাকিস্তানি ক্রিকেটারদের ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ছবির সামনে দিয়ে হেঁটে যাওয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিটি এডিটেড। 

Result: False

Our Sources 
Zee News report published on 27 September 2023 
New Trends YouTube Channel


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular