শুক্রবার, মার্চ 29, 2024
শুক্রবার, মার্চ 29, 2024

HomeFact Checkনা, এটি কুষ্টিয়ার আকাশে দেখা স্টারলিংক স্যাটেলাইটের ট্রেন নয় 

না, এটি কুষ্টিয়ার আকাশে দেখা স্টারলিংক স্যাটেলাইটের ট্রেন নয় 

সম্প্রতি বিনোদনমূলক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে, একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়, কুষ্টিয়ার আকাশে স্টারলিংক স্যাটেলাইট এর ট্রেন দেখা গেছে। ভিডিওটিতে ১৫ হাজার লাইক এবং ৩ লাখ ২৩ হাজার বার দেখা হয়েছে। 

The screenshot is taken from TikTok.

Fact-Check/Verification

ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে Viral Video নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৩০ এপ্রিলে “Starlink Satellites train seen in the sky | view from earth | Elon Musk Space” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

মূলত, স্টারলিঙ্ক হলো স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য স্পেস এক্স এর নির্মাণাধীন একটি কৃত্রিম স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। বিশ্বব্যাপী সুবিধা প্রদানের জন্য ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ২৩০০ টি উপগ্রহ উপগ্রহ উৎক্ষেপণ করছে। 

এছাড়া, Viral Video ইউটিউব চ্যানেলটিতে বিভিন্ন সময়ে স্টারলিংক স্যাটেলাইট ট্রেইনের একাধিক ভিডিও পাওয়া যায়। দেখুন এখানে, এখানে এবং এখানে। 

Conclusion

স্টারলিংক স্যাটেলাইট ট্রেইনের পুরনো একটি ভিডিওকে সম্প্রতি কুষ্টিয়ার আকাশে স্টারলিংক স্যাটেলাইট এর ট্রেন দেখা গেছে দাবিতে টিকটকে প্রচার করা হয়। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular