শনিবার, জুলাই 27, 2024
শনিবার, জুলাই 27, 2024

HomeFact CheckFact Check: +৯২ এবং +৯৯ নাম্বার থেকে ফোনকল রিসিভ করলেই ফোন হ্যাক...

Fact Check: +৯২ এবং +৯৯ নাম্বার থেকে ফোনকল রিসিভ করলেই ফোন হ্যাক হয়ে যাওয়ার দাবিটি মিথ্যা

Claim
+৯২ এবং +৯৯ দিয়ে শুরু হওয়া নম্বর থেকে আসা ফোনকল রিসিভ করলেই ফোন হ্যাক হয়ে যাবে
Fact
দাবিটি মিথ্যা। এধরণেরর প্রক্রিয়ায় ফোন হ্যাক হওয়া অসম্ভব এবং উক্ত দাবিতে ভিডিও প্রচারকারী পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম ফোনকল রিসিভ করলেই ফোন হ্যাক হওয়া সম্পর্কিত তার পূর্ববর্তী ভিডিওতে দেওয়া তথ্যটি ভুল ছিল বলে জানান। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে +৯২ এবং +৯৯ দিয়ে শুরু হওয়া নম্বর থেকে আসা ফোনকল রিসিভ করলেই ফোন হ্যাক হয়ে যাবে দাবিতে কিছু ভিডিও প্রচার করা হয়। এর মধ্য একজন পুলিশ কর্মকর্তাও উক্ত দাবিতে ভিডিও তৈরি করে সচেতনামূলকভাবে প্রচার করেন। এই দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে এবং এখানে। 

+৯২

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

দাবিটির সত্যতা যাচাই করতে অনুসন্ধানে জানা যায়, উক্ত পুলিশ কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই)। তার পেজেই কল রিসিভ করলেই ফোন হ্যাক হওয়া সংক্রান্ত উক্ত ভিডিওটি প্রচার করেছিলেন তিনি। 

তবে গত ১৩ এপ্রিল একটি নতুন ভিডিওতে জাহাঙ্গীর আলম তার আগের ভিডিওতে দেওয়া ভুল তথ্য সম্পর্কে জানান। তিনি জানান যে, শুধু ফোনকল রিসিভ করলেই ফোন হ্যাক হওয়া সম্পর্কিত তার পূর্ববর্তী ভিডিওতে দেওয়া তথ্যটি ভুল ছিল। এই ভুলের কারণে তিনি তার পূর্ববর্তী ভিডিওটি ডিলিট করেছেন।

পরবর্তীতে অনুসন্ধানের মাধ্যমে অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রতিষ্ঠান এভিজি এর ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধ হতে জানা যায় জানা যায় কেবল মাত্র ফোন রিসিভের মাধ্যমে একটি মোবাইল ফোন কখনোই হ্যাক হওয়া সম্ভব নয়। 

Read More: বুর্জ খলিফায় আগুন লাগার দাবিতে প্রচারিত ভাইরাল তথ্যটি মিথ্যা

একই তথ্য জানিয়েছে সাইবার সিকিউরিটি ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাভাস্টও। তারা আরো জানায়, ফোনকল ফিশিং আক্রমণ বা অন্যান্য প্রতারণার জন্য ব্যবহৃত হতে পারে তবে ফোনকলের মাধ্যমে সরাসরি হ্যাক হওয়া অসম্ভব। 

তাছাড়া, +৯২ হলো পাকিস্তানের ফোন নাম্বারের কান্ট্রি কোড এবং +৯৯ হলো Tajikistan, Turkmenistan, Azerbaijan, Georgia, Kyrgyzstan, Uzbekistan এর কান্ট্রি কোডের প্রথমাংশ। 

Conclusion 

+৯২ এবং +৯৯ দিয়ে শুরু হওয়া নম্বর থেকে আসা সরাসরি ফোনকল রিসিভ করলেই ফোন হ্যাক হয়ে যাবে দাবিতে একটি প্রচার করা হয় যা মিথ্যা। 

Result: False

Our Sources 
Jahangir Alam Facebook Page
AVG 
Avast 
Country Codes


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular