Claim
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে দুবাইয়ে অবস্থিত বুর্জ খলিফার কিছু ছবি প্রচার করে দাবি করা হয় বুর্জ খলিফায় আগুন লেগেছে।
এমন দাবিতে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে এবং এখানে, এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সাম্প্রতিক সময়ে বুর্জ খলিফায় আগুন লেগেছে এ সংক্রান্ত কোনো দুবাই ভিত্তিক কিংবা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, সার্চে প্রাপ্ত সকল খবর ২০২২ সালে বুর্জ খলিফার পাশে অবস্থিত একটি বিল্ডিং এর আগুনের ঘটনাকে কেন্দ্র করে করা, দেখুন এখানে।
পরবর্তীতে, ভাইরাল ভিডিওতে থাকা বুর্জ খলিফার আগুন লাগার ছবিকে এআই ইমেজ ডিটেকশন টুল Hive Moderation এ দিলে এটিকে Ai Generated হিসেবে উল্লেখ করা হয়।
পাশাপাশি, একই তথ্য দিয়েছে অপর আরেকটি ডিটেকশন সিস্টেম TrueMedia।
Read More: সৌদি আরবের আকাশে আল্লাহর নাম দাবিতে প্রচারিত তথ্যটি ভুয়া
অর্থাৎ, বুর্জ খলিফায় আগুন লাগার ঘটনা দাবিতে প্রচারিত ছবিগুলো Ai এর মাধ্যমে তৈরি করা হয়েছে।
Result: False
Our Sources
NewsChecker Own Analysis
NDTV
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।