Claim- ইজরায়েলে হামাসের হামলার ধ্বংসযজ্ঞ
Fact- মুলত ভাইরাল ভিডিওটি কিছুদিন আগে আর্জেন্টিনার কর্ডোবায় ঘটা দাবানলের।
‘ইজরায়েলে হামাসের হামলার ধ্বংসযজ্ঞ’ দাবিতে সম্প্রতি টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভাইরাল ভিডিওতে একটি শহরে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা স্পষ্ট দৃশ্যমান। ভিডিওটি দেখুন এখানে- টিকটক, ইউটিউব।
কার্টেসিঃ টিকটক/ইউজার
কার্টেসিঃ টিকটক/ইউজার
কার্টেসিঃ টিকটক/ইউজার
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/Verification
ভিডিওটি কি-ফ্রেম সার্চ-এর সাহায্যে অনুসন্ধান করে জানা যায়, ভাইরাল ভিডিওটি ইজরায়েলের উপর হামলার পরবর্তী ভিডিও নয় এমনকি এই ভিডিওটির সাথে ইজরায়েল-হামাস সংঘর্ষের কোন সম্পৃক্ততাও নেই। কি-ফ্রেম সার্চ করে আমরা ভাইরাল ভিডিওর বেশ কিছু সাদৃশ্যপূর্ণ ফ্রেম টু ফ্রেম মিল পাই ইউটিউবে। মুল ভিডিও দেখুন এখানে- মিরর নাও, WION. চ্যানেলগুলোতে ১১ই অক্টোবর আপলোড করা এই ভিডিওটির ডেস্ক্রিপশন থেকে জানা যায়, আর্জেন্টিনার কর্ডোবা শহরে গত মঙ্গলবার দাবানলের পরিস্থিতি ভয়াবহ হওয়ার পর সেদিন ঐ এলাকা থেকে শত শত পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়।
কার্টেসিঃ ইউটিউব/ মিরর নাও
কার্টেসিঃ ইউটিউব/ WION
কার্টেসিঃ ইউটিউব/ মিরর নাও
ভাইরাল ও মুল ভিডিওর উভয়টি পর্যালোচনা করে দেখা যায় দুটি একই ভিডিও। যেখানে ইউটিউবের WION চ্যানেলে ভিডিওটি ১১ অক্টোবর আপলোড করা হয় আর টিকটকে একই ভিডিও ইজরায়েলের নামে ২৩ই অক্টোবর আপলোড করে প্রচার করা হয়।
courtesy: tiktok/user
courtesy: Youtube/WION
ভাইরাল ভিডিও ও প্রতিবেদন থেকে পাওয়া ভিডিওর এই দুটি ফ্রেম কে পাশাপাশি রেখে তুলনা করলে দেখা যায় দুটি ভিডিওই সম্পুর্ণ সাদৃশ্যপূর্ণ।
Conclusion:
সুতরাং, ইজরায়েলে ধ্বংসযজ্ঞের নামে প্রচারিত অগ্নিকান্ডের ভিডিওটি মুলত আর্জেন্টিনার কর্ডোবার দাবানলের দুর্ঘটনার।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।