সোমবার, নভেম্বর 4, 2024
সোমবার, নভেম্বর 4, 2024

HomeFact CheckFact Check: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে অগ্নিকাণ্ডের দাবিতে প্রচারিত ভিডিওটি মিশরের

Fact Check: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে অগ্নিকাণ্ডের দাবিতে প্রচারিত ভিডিওটি মিশরের

Claim
শেখ হাসিনার বাড়িতে আগুন
Fact
এটি গত ০২ অক্টোবরে মিশরের ইসমাইলিয়া শহরে পুলিশ সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ভিডিও 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি বহুতল দালানে আগুন ধরিয়ে দেয়ার ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে এটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে আগুন লাগার ভিডিও। প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে এবং এখানে। 

প্রধানমন্ত্রী
Screenshot taken from TikTok/@abirhoshenjoni profile

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বৃটিশ সংবাদমাধ্যম The Guardian এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত ২ অক্টোবরে “Fire breaks out at police premises in Egypt’s Ismailia” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির ডেসক্রিপশন হতে জানা যায় গত ০২ অক্টোবরে মিশরের ইসমাইলিয়া শহরে অবস্তিত পুলিশ সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এতে প্রায় ৩৮ জন আহত হয়।

Image edited by Newschecker

Read More: এটি বাহরাইনে ইসরায়েল দূতাবাসে বিক্ষুদ্ধ জনতার আগুন ধরিয়ে দেয়ার ভিডিও নয়

পরবর্তীতে ঘটনাটি নিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং ভিডিও খুঁজে পাওয়া যায়। 

তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো সূত্রে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর বাসভবনে অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, পূর্বেও একই ভিডিওকে সচিবালয় ভবনে আগুন দাবিতে প্রচার করা হয় এতে নিউজচেকার বাংলাদেশের প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন এখানে

Conclusion

গত ০২ অক্টোবরে মিশরের ইসমাইলিয়া শহরে অবস্তিত পুলিশ সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিওকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে অগ্নিকাণ্ডের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে। 

Result: False

Our Sources 
Video published on The Guardian News YouTube Channel on 02 October 2023
A report published on Al Jazeera on 02 October 2023
Video published on i24NEWS YouTube Channel on 02 October 2023


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular