বুধবার, অক্টোবর 16, 2024
বুধবার, অক্টোবর 16, 2024

HomeFact CheckViralFact check: মেট্রোর ভাইরাল ছবিটি বাংলাদেশের নয়, ভারতের

Fact check: মেট্রোর ভাইরাল ছবিটি বাংলাদেশের নয়, ভারতের

Claim-মেট্রোরেলে ১৪ই ফেব্রুয়ারিতে প্রেমিক-প্রেমিকারছবি 
Fact-ভাইরাল ছবিগুলো বাংলাদেশের মেট্রোরেলের নয়। 

মেট্রোরেলে ফুল নিষিদ্ধ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায় প্রেমিক যুগল অন্তরঙ্গভাবে দাঁড়িয়ে আছে। ছবিটি ব্যবহার করে দাবি করা হচ্ছে ঢাকা মেট্রোরেলে এই রকমের অসংলগ্ন আচরণের কারণে ফুল নিষিদ্ধ করা হয়। ভাইরাল পোস্টগুলো দেখুন এখানে, এখানেএখানে।  পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন নিচে-

SS of the viral post
courtesy: tiktok/user

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

ভাইরাল ইমেজটি অনুসন্ধান করে জানা যায় মেট্রোর ভাইরাল ছবিটি বাংলাদেশের নয়, বরং ভারতের। গুগল রিভার্স ইমেজ সার্চ এর সাহায্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিলোত্তমা-kolkata নামের একটি পেইজে একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। উক্ত পোস্টের কমেন্ট বক্সে ছবিটির উৎস হিসেবে কৃত্তিকা নামের একটি আইডির উল্লেখ থাকে। আইডিটিতে গত ১৪ই ফেব্রুয়ারি একই ছবি সম্বলিত একটি পোস্ট  করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয় ‘মেট্রোটাকেও ছাড়ছে না।’

উক্ত আইডির বিস্তারিত অনুসন্ধানে জানা যায় ব্যবহারকারী পশ্চিমবঙ্গের হরিণঘাটা, নদীয়া জেলার বাসীন্দা। 

এছাড়াও ছবিতে দৃশ্যমান ভারতের পতাকা সম্বলিত একটি লগো লক্ষ্য করা যায় যেখানে ‘Azadi ka Amrit Mahotsav’ কথাটি রয়েছে। স্লোগানটির কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে জানা যায় স্লোগানটি ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের একটি উদ্যোগ যা ২০২১ সালে শুরু হয়। 

সুতরাং এটি বাংলাদেশের সাথে কোনভাবেই সম্পৃক্ত নয়। 

Conclusion

অতএব, তরুণ-তরুণীর আলিঙ্গণরত ছবিটি বাংলাদেশের মেট্রোর নয়। 

Result: False

Our Sources: 
তিলোত্তমা-kolkata  পোস্ট 
Newschecker’s own analysis


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular