শুক্রবার, এপ্রিল 26, 2024
শুক্রবার, এপ্রিল 26, 2024

HomeFact CheckFact Check: ওবায়দুল কাদের এর মারা যাওয়ার ভিডিওটি মিথ্যা

Fact Check: ওবায়দুল কাদের এর মারা যাওয়ার ভিডিওটি মিথ্যা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে সম্প্রতি।

ভিডিওটি দেখুন এখানে- টিকটক। 

একই দাবীতে ফেসবুকেও একটি ভিডিও ভাইরাল হয়েছিলো। দেখুন এখানে- ফেসবুক। 

ওবায়দুল কাদের বর্তমান সরকার দল বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নিউজচেকার-বাংলাদেশ, খুজে দেখেছে যে দাবীটি মিথ্যা। 

ওবায়দুল কাদেরের মৃত্যুর দাবিতে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট
ওবায়দুল কাদের মারা গিয়েছে বলে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট
কার্টেসিঃ ফেসবুক/ UP Skill Tv
ভাইরাল ভিডিওর স্ক্রিনশট
মারা যাওয়ার খবরে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট
কার্টেসিঃ টিকটক/ @mdnayankhan

 

Fact Check/ Verification

নিউজ চেকার-বাংলাদেশ, অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটিতে ওবায়দুল কাদেরের মারা যাওয়ার দাবীটি মিথ্যা ও বানোয়াট। 

ওবায়দুল কাদের বর্তমানে বাংলাদেশ সরকারের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গত বছর ২৪শে ডিসেম্বরে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে টানা ৩য় বারের মতো ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 

সংশ্লিষ্ট প্রতিবেদন দেখুন এখানে- যুগান্তর, প্রথম আলো কালের কণ্ঠ

এছাড়াও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সাম্প্রতিক কার্যক্রমে ওবায়দুল কাদেরের সক্রিয় উপস্থিতির ঘটনাও রয়েছে। দেখুন- বণিক বার্তাদৈনিক ইত্তেফাক। 

সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনের সময়েও ওবায়দুল কাদের এর উপস্থিতি স্পষ্ট ছিলো। দেখুন এখানে- সময় নিউজআরটিভি। 

টিকটক ও ফেসবুকের ভিডিওটি মূলত ৩ বছর পুরাতন ভিডিও এবং কিছু ছবির কম্পাইলেশনে তৈরি করা হয়। 

প্রসঙ্গত, ওবায়দুল কাদের ২০১৯ সালের মার্চ মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পরেন এবং পরবর্তীতে তাকে প্রথমে বিএসএমএমইউ ও পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় তার হার্টে তিনটি ব্লক ধরা পরে। 

অসুস্থতার প্রতিবেদন দেখুন এখানে- ইনকিলাবপ্রথম আলো। 

অসুস্থতার পুরোনো ছবি
৩ বছর পুরোনো অসুস্থ হওয়ার প্রকৃত ছবি
কার্টেসিঃ দৈনিক ইনকিলাব

ভিডিওটি থেকে কি-ফ্রেম সার্চের সাহায্যে অনুসন্ধান করে দেখা যায় যে, এই দাবীকৃত ভিডিওটি একাধিক ভিডিও ও ছবির সংমিশ্রণে তৈরি। অধিকন্তু, উক্ত ভিডিও ক্লিপের অডিওতে বলা হয়, “ওবায়দুল কাদের সাও পাওলো শহরের অ্যালবার্ট আইন্সটাইন হাসপাতালে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।” 

এই উক্তিটি মূলত কিংবদন্তী ফুটবলার পেলের ইন্তেকালের ঘটনা থেকে নেয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি ভিডিও প্রতিবেদন দেখুন এখানে- ৭১ টিভি

Conclusion

সুতরাং, ওবায়দুল কাদেরের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি মিথ্যা। এটি মূলত ৩ বছর পুরোনো অসুস্থতার খবরকে মৃত্যুর খবর বলে প্রচার করা একটি ক্লিপ।

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular