সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি হাতির বাচ্চার সমুদ্রে গোসলের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে “কক্সবাজার সমুদ্র সৈকতে মনের আনন্দে গোসল করছে এক বন্যহাতি”।
ভাইরাল এই ভিডিওটিতে প্রায় ১১ লাখ বার দেখা হয়েছে এবং ৮১ হাজার লাইক করা হয়েছে।
নিউজচেকার যাচাই করে দেখছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম The Washington Post এর ওয়েবসাইটে ২০১৩ সালের ৭ মার্চ “Baby elephant plays in the ocean” শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এছাড়া, CrazyAsFuck নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেসক্রিপশনে ইয়াহুকে সূত্র হিসেবে উল্লেখ করে বলা হয় থাইল্যান্ডের পাকেট সমুদ্র সৈকতে হাতির বাচ্চার খেলার সুন্দর দৃশ্য এটি।
Conclusion
সমুদ্র সৈকতে হাতির বাচ্চার গোসলের পুরনো ভিডিওকে কক্সবাজার সমুদ্র সৈকতে বন্যহাতি গোসল করার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।
Result: False
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।