Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
Claim
চলতি মাসে বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সয়লাব বিভিন্ন অগ্নিকান্ডের ঘটনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, ময়ূর-৭ যাত্রীবাহী লঞ্চে অগ্নিকান্ডের একটি ভিডিও ছড়িয়ে পরে।
ভিডিওগুলো দেখুন এখানে, এখানে ও এখানে।
ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে, সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীবাহী লঞ্চ ময়ূর-৭ এ আগুন লেগেছে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
ময়ূর-৭ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা ভিডিও কী-ফ্রেম সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে দেখা যায়, ময়ূর-৭ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনাটি সত্য হলেও তা সাম্প্রতিক নয়।
কি-ফ্রেম সার্চ এ যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ‘সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ১২টি ইউনিট’ শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায় যা ভাইরাল ভিডিওর সাথে সাদৃশ্যপূর্ণ। ভিডিওর বিবরণ থেকে জানা যায় ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভাইরাল করা হলেও এটি ২০২৩ সালের ৩০ জুন এর ঘটনা। এই সংক্রান্ত আরও প্রতিবেদন দেখুন এখানে- সময় টিভি ও ইত্তেফাক।
উল্লেখ্য, চলতি মাসে দেশ জুড়ে বিশেষ করে রাজধানী ঢাকায় একাধিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে যা ব্যপক ক্ষয়ক্ষতি ঘটায়। মিরপুর রূপনগরের অগ্নিকান্ড, চট্টগ্রাম ইপিজেড এর অগ্নিকান্ড ও অতি সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা ঘটে।
সুতরাং, সদরঘাটে ময়ূর-৭ লঞ্চের অগ্নিকান্ডের ঘটনাটি সাম্প্রতিক নয়, বরং ২০২৩ সালের।
Our Sources:
যমুনা টিভি
সময় টিভি ও ইত্তেফাক।