Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

সম্প্রতি, শেখ হাসিনার সরাসরি বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, এটি ভারতের গণমাধ্যম ‘Times of India’ ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৭ জানুয়ারি প্রকাশিত “Bangladesh: PM Sheikh Hasina praises India says “Trusted friend”’” শিরোনামের একটি ভিডিও থেকে নেওয়া। আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সঙ্গে ওই আসল ভিডিওর মিল রয়েছে।
পাশাপাশি একই ভিডিওটি সে সময়ে ANI News Channel এবং Republic World এও খুঁজে পাওয়া যায়।
এছাড়া, ভারতের আরেক গণমাধ্যম ‘NDTV’-এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৭ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সেদিন বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় ভারতের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,
“আমরা খুবই সৌভাগ্যবান… ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন দিয়েছে… ১৯৭৫ সালে যখন আমরা আমাদের পুরো পরিবার হারিয়েছিলাম, তখন তারা আমাদের আশ্রয় দিয়েছিল। তাই ভারতের জনগণের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা।”
অর্থাৎ, আলোচিত ভিডিওটি শেখ হাসিনার সাম্প্রতিক কোনো বক্তব্য নয়; এবং ভাইরাল ভিডিওটিতে দেশে ফেরা সংক্রান্ত কোনো মন্তব্যও পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন।
সুতরাং, ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভারতকে উদ্দেশ করে দেওয়া শুভেচ্ছা বার্তার সেই ভিডিওটিকেই সাম্প্রতিক সময়ে ঢাকায় ফেরা প্রসঙ্গে শেখ হাসিনার সরাসরি বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
Our Sources
Times of India
ANI News 
Republic World
NDTV

Rifat Mahmdul
September 24, 2025

Sayeed Joy
September 23, 2025

Rifat Mahmdul
September 4, 2025