Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Viral
Claim- জাতিসংঘ হস্তক্ষেপ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে।
Fact- মূল ভিডিওতে এই সংক্রান্ত কোন তথ্য নেই এবং ভিডিওটি হাসিনার পতনের পুর্বের।
২৫ দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর না করলে জাতিসংঘ নিরাপত্তা বাহিনী দিয়ে ড. ইউনুসকে ক্ষমতাচ্যুত করে হাসিনা সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হস্তক্ষেপ করবে বলেছেন জাতিসংঘের মহাসচিব এর মুখপাত্র স্টিফেন ডুজারিক।
এমনই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও বেশ কিছুদিন যাবত প্রচার করা হচ্ছে। ভিডিওতে ইউএন সেক্রেটারি জেনারেলের মুখপাত্র স্টিফেন ডুজারিককে বাংলাদেশ নিয়ে কথা বলতে শোনা যায়। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ‘বাংলাদেশে অবৈধ দখলদার ইউনুসের গণ বিরোধী শাসন সমাপ্তী হতে যাচ্ছে!! সম্প্রতি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আজ জাতিসংঘের জরুরী বৈঠকের পর জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক জরুরী সংবাদ সম্মেলন করেছেন।
এতে বাংলাদেশে কোটা আন্দোলনের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে জানান তিনি। স্টিফেন ডুজারিক আরো বলেন, একটি মেটিকুলাস প্লান করে গত একবছর ধরে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে ড. ইউনুস। এতে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকদের উপর ইউনুস প্রশাসন গণহত্যা চালাচ্ছে।
আগামী ২৫ দিনের মধ্যে ড. ইউনুস রাষ্ট্রপতির নিকট ক্ষমতা হস্তান্তর না করলে জাতিসংঘের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে বলে জানান তিনি।’
ভিডিওটি দেখুন এখানে ও এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
২৫ দিনের মধ্যে ড. ইউনুস ক্ষমতা হস্তান্তর না করলে জাতিসংঘ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে সংশ্লিষ্ট ভাইরাল পোস্টটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে আমরা একই ভিডিও সম্বলিত জাতিসংঘের অফিসিয়াল ইইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাই।
অনুসন্ধানে পাওয়া মুল ভিডিওটি গত বছর আগস্ট ৩, ২০২৪ তাং এ ‘UN chief ‘remains deeply concerned’ about situation in Bangladesh: spokesman’ শিরোনামে প্রকাশ করা হয়। ভিডিও থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখানে জাতিসংঘের মহাসচিবের পক্ষ হয়ে তার উখপাত্র স্টিফেন ডুজারিক গত বছর জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালীন সময়ে বাংলাদেশে আন্দোলনরত ছাত্রদের উপর হামলার বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করে বলে জানান।
ভাইরাল ভিডিওতে ৪০ সেকেন্ডের মূল ভিডিওর পুরোটিই ব্যবহার করা হয়। যার মূল অংশ তুলে ধরা হলো, ‘and I can tell you that the Secretary General remains deeply concerned about the situation in Bangladesh. He notes the reports of the resumption of student protests today and reiterates his call for calm and restraint. The Secretary General is concerned about reported Mass arrests of thousands of young people and political opposition in connection with the current student movement. He is also alarmed by emerging reports about the excessive use of force by security forces and credible evidence of human
rights violation.’
স্টিফেন ডুজারিক এর বক্তব্যের বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, ‘আমি আপনাকে বলতে পারি যে, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন। তিনি আজকের ছাত্র প্রতিবাদের পুনঃসূচনা সম্পর্কে জানেন এবং শান্তি ও সংযমের জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। মহাসচিব উদ্বিগ্ন যে, বর্তমান ছাত্র আন্দোলনের সাথে জড়িয়ে হাজার হাজার তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণ গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের যুক্তিসঙ্গত তথ্য সম্পর্কেও সতর্ক হয়েছেন।’
অর্থাৎ, জাতিসংঘ (ইউনাইটেড নেশন – ইউএন) মহাসচিবের মুখপাত্রের ভাষণে ড. ইউনুসকে ২৫ দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর বা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিয়ে কোন তথ্য ছিলো না। এছাড়াও, ভিডিওটি ২০২৪ সালের ৩ আগস্ট অর্থাৎ শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে প্রকাশ করা হয়। ভিডিওটি দেখুন এখানে।
উল্লেখ্য, গত বছর গণ অভ্যুত্থানের মুখে আগস্ট ৫, ২০২৪ তাং এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। অতঃপর আগস্ট ৮, ২০২৪ তাং এ ড.মুহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় যা এখনো পর্যন্ত বলবত আছে।
অর্থাৎ, জাতিসংঘের নিরাপত্তা বাহিনী দিয়ে হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে ভাইরাল ভিডিওতে এমন কোন তথ্য নেই। বরং ভিডিওটিতে গত বছর গণ অভ্যুত্থান চলাকালীন অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
Our Sources:
মুল ভিডিও।
Sayeed Joy
August 29, 2025
Rifat Mahmdul
July 29, 2025
Rifat Mahmdul
July 17, 2025